Ajker Patrika

৫ কোটি টাকার স্বর্ণসহ বিমান ক্যাটারিংয়ের কর্মচারী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
৫ কোটি টাকার স্বর্ণসহ বিমান ক্যাটারিংয়ের কর্মচারী গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৫ কোটি টাকা মূল্যমানের স্বর্ণসহ জাহাঙ্গীর আলম নামের বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) এক কর্মচারীকে আটক করা হয়েছে। 

ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) ভেতর থেকে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাঁকে স্বর্ণের বারসহ আটক করা হয়। 

রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, ঢাকা কাস্টম হাউস ও বিমানবন্দর থানা-পুলিশের একাধিক সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এসব সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বিএফসিসির ভেতরের দুপুরের দিকে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম ও বিমান সিকিউরিটির যৌথ অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীরের হেফাজত থেকে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়। কাস্টমস হলের ইনভেনটরি টেবিলে প্যাকেট খুলে ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। 

জানা যায়, এসব স্বর্ণের বারের ওজন ৪ কেজি ৬৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। 

ঢাকা কাস্টমস হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদে এসব স্বর্ণের কোনো বৈধতা দেখাতে পারেননি তিনি। স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত থাকার স্বীকার করেছেন। 

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানান কাস্টমসের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত