Ajker Patrika

‘রাতে ছেলে বলেছে আমি স্কুলে যাবই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৪৪
‘রাতে ছেলে বলেছে আমি স্কুলে যাবই’

‘আমি স্কুলে যাবই। তুমি না নিয়ে গেলে আমি একাই যাব।’ গত রাতে বাবাকে এমন কথা বলেছে রাজন আহমেদের প্রথম শ্রেণিতে পড়ুয়া ছেলে রাফান মজুমদার আলিফ।

প্রায় দেড় বছর পর স্কুল খোলার প্রথম দিন রাজধানীর আইডিয়াল স্কুলের সামনে ছেলের জন্য অপেক্ষারত বাবা রাজন আহমেদের সঙ্গে কথা হলে তিনি এসব জানান।

রাজন আহমেদ বলেন, `গত রাতে দুষ্টুমি করে বলেছিলাম, আমার তো অফিস আছে, কাল তোমাকে স্কুলে নিয়ে যেতে পারব না। এ কথার পর ছেলের প্রতিক্রিয়া শুনে অবাক হয়েছি আমি।'

বেলাল হোসেন নামের একজন অপেক্ষা করছেন তাঁর পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ের জন্য। তিনি বলেন, `স্কুল খুলে দেওয়াটা খুবই জরুরি ছিল। আমার মেয়েটা ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছিল। স্কুল খুলে দেওয়াতে সেও অনেক খুশি, আমরাও খুশি।'

দীর্ঘদিন পর ফুচকা খেতে খেতে আড্ডায় মেতে উঠেছে শিক্ষার্থীরাস্কুলের সামনে ফুচকাবিক্রেতা বসেছেন। সেখানে দাঁড়িয়ে ফুচকা খেতে খেতে প্রাণখুলে গল্প করছে কয়েকজন শিক্ষার্থী। কথা হলো তাদের সঙ্গে। তারা সবাই দশম শ্রেণিতে পড়ে। এত দিন মামার ফুচকা ভীষণ মিস করেছে তারা, সেই সঙ্গে এই আড্ডাটাও। সিথি নামের একজন বলল, ‘আমরা গত রাত ৩টা পর্যন্ত জেগে ছিলাম, এই বুঝি আবার বলে যে কালকেও স্কুল খুলবে না।’

এদিকে সার্বিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, প্রতিটা ক্লাসে কোনো একটি শিক্ষার্থীও অনুপস্থিত নেই। এতদিন সব শিক্ষার্থীকে একসঙ্গে দেখে আমাদেরও খুব আনন্দ হচ্ছে। যেসব নির্দেশনা দিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখানে সবই সম্পূর্ণভাবে মানা হচ্ছে। এই স্কুলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবারই টিকা নেওয়া আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত