Ajker Patrika

রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করা সংবিধানের কোথাও লেখা নেই: আইনমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৪: ৪৯
রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করা সংবিধানের কোথাও লেখা নেই: আইনমন্ত্রী 

রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা সংবিধানের কোথাও নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে মানবাধিকার দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপিকে সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে না। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও সহিংসতা বন্ধ করতে বাধা দেওয়া হচ্ছে। আর রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা মানবাধিকার নয়।’

বিএনপি নেতাদের গ্রেপ্তার, যানবাহন বন্ধসহ বর্তমান পরিস্থিতির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সমাবেশ করতে আমরা কিন্তু বাধা দিচ্ছি না। এখনো ওনারা সমাবেশ করছেন। সেটা বাধা দেওয়ার কথা না। মূল কথা হচ্ছে, অস্থিতিশীল পরিবেশ ও ভায়োলেন্স বন্ধ করা। আর আপনারা দেখেছেন, বিএনপির অফিসে কী জিনিস ছিল। রাজনৈতিক দলের অফিসে বোমা থাকা কতটা ন্যায়সংগত, সেটা আপনারাই বিচার করবেন।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়ে বলেছে, রাজনৈতিক দলগুলোর যে অধিকার তা বাস্তবায়ন হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্রের আরও একটু পরীক্ষা–নিরীক্ষা করে দেখা উচিত। যা বলা হচ্ছে, তা সত্যি সত্যি ঘটেছে কি না, সেটি যাচাই করতে হবে। আমার মনে হয়, তা পুরোপুরি সত্য নয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত