ধরা-ছোঁয়ার বাইরে থাকছেন জামাল-দোজা দম্পতি অধ্যাপক ডা. আবুল বাসার মো. জামাল এবং ডা. ফাতেম দোজা দম্পতি। গত বছরের ১৫ জুন এই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে লিখিতভাবে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. শামিউল ইসলাম। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ওই সময়ে অধ্যাপক ডা. আবুল বাসার মো. জামাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে ছিলেন। সম্প্রতি অবসরে গিয়েছেন। অন্যদিকে ডা. ফাতেমা দোজা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে লিখিত অভিযোগে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) জানান, এই দম্পতি ১৯ বছর আগে শিশু গৃহকর্মীকে গুরুতর দগ্ধ করে গ্রেপ্তার হন এবং হাজতবাস করেন।
তাঁদের দুজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। কিন্তু তাঁরা এসব তথ্য লুকিয়ে প্রতারণার আশ্রয় নেন। জামিন পাওয়া পরে হাজতবাসের সময়কাল ব্যক্তিগত কারণে অনুপস্থিতি দেখিয়ে অর্জিত ছুটি মঞ্জুর করেন। এ ছাড়া ডা. ফাতেমা দোজা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরে আবারও বেআইনিভাবে সরকারি চাকরিতে যোগদান করেন।
এ বিষয়ে তদন্তে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানার নেতৃত্বে ২০২৩ সালের ৮ মে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে ডা. রাশেদা সুলতানাও অবসরে গেছেন।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছ, এই ফাইলের কোনো অগ্রগতি নেই। অজ্ঞাত কারণে মন্ত্রণালয় নীরব ভূমিকা পালন করছে। তবে বর্তমানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম দেশের বাইরে অবস্থান করায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম মন্তব্য করতে অনীহা প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এটি মন্ত্রণালয়ের এখতিয়ার।’
ধরা-ছোঁয়ার বাইরে থাকছেন জামাল-দোজা দম্পতি অধ্যাপক ডা. আবুল বাসার মো. জামাল এবং ডা. ফাতেম দোজা দম্পতি। গত বছরের ১৫ জুন এই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে লিখিতভাবে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. শামিউল ইসলাম। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ওই সময়ে অধ্যাপক ডা. আবুল বাসার মো. জামাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে ছিলেন। সম্প্রতি অবসরে গিয়েছেন। অন্যদিকে ডা. ফাতেমা দোজা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে লিখিত অভিযোগে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) জানান, এই দম্পতি ১৯ বছর আগে শিশু গৃহকর্মীকে গুরুতর দগ্ধ করে গ্রেপ্তার হন এবং হাজতবাস করেন।
তাঁদের দুজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। কিন্তু তাঁরা এসব তথ্য লুকিয়ে প্রতারণার আশ্রয় নেন। জামিন পাওয়া পরে হাজতবাসের সময়কাল ব্যক্তিগত কারণে অনুপস্থিতি দেখিয়ে অর্জিত ছুটি মঞ্জুর করেন। এ ছাড়া ডা. ফাতেমা দোজা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরে আবারও বেআইনিভাবে সরকারি চাকরিতে যোগদান করেন।
এ বিষয়ে তদন্তে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানার নেতৃত্বে ২০২৩ সালের ৮ মে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে ডা. রাশেদা সুলতানাও অবসরে গেছেন।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছ, এই ফাইলের কোনো অগ্রগতি নেই। অজ্ঞাত কারণে মন্ত্রণালয় নীরব ভূমিকা পালন করছে। তবে বর্তমানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম দেশের বাইরে অবস্থান করায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম মন্তব্য করতে অনীহা প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এটি মন্ত্রণালয়ের এখতিয়ার।’
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও
২ ঘণ্টা আগে