Ajker Patrika

কাপাসিয়ায় দেয়াল ধসে শিশুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাপাসিয়ায় দেয়াল ধসে শিশুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় মাটির দেয়াল ধসে আনিসুর রহমান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার কড়িহাত ইউনিয়নের এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

শিশুটি ইকুরিয়া গ্রামে দিনমজুর বেলায়েত মোল্লার ছেলে। শিশুটির বড় আলামিন চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, বেলায়েতেরন বাড়ির পাশে তাঁর চাচাতো ভাই মনসুরের মাটির ঘর ছিল। ঝড়ের কারণে মাটির ঘরের দেয়াল ধসে বেলায়েতের টিনের ঘরের ওপর পড়ে। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে। ঘটনাস্থলেই শিশু আনিসুর মারা যায়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ বলেন, ‘খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গিয়েছি। তাদের বসত ঘটির ক্ষতিগ্রস্ত হওয়া একটি ঘর এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।’ 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত