বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে রেলের ৯টি বগিচ্যুতির বিষয়ে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘যে ব্যক্তি ফিশপ্লেট খুলতেছিল, তাকে ধাওয়া দিলে ব্যাগ ফেলে পালিয়ে গেছে। তার আইডি কার্ডসহ কাগজপত্র পাওয়া গেছে। সে মূলত কিছু টাকার বিনিময়ে এই কাজ করছে।’
আজ সোমবার বেলা ৩টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্রশাসন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আগুন-সন্ত্রাসী বিএনপি, বিএনপি সমর্থনকারী ও জামায়াত এই কাজগুলো করে। এসব করে তারা জনসমর্থন পাচ্ছে না। বরং আস্তে আস্তে জনগণ থেকে দূরে সরে গেছে। তারা ভালো করেই জানে, মানুষ তাদের ভোট দেবে না। সে জন্যই এসব অপকর্ম করছে।’
মন্ত্রী বলেন, ‘আগুন-সন্ত্রাস, মানুষকে হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটা যায় না। টাকার বিনিময়ে রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে মানুষকে সম্পৃক্ত করতে হবে।’
ট্রেনে ঈদযাত্রার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগির ব্যবস্থা করা হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যে অধিকাংশ যাত্রী যাতে বহন করা যায়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। টিকিট ছাড়ার দুই-তিন ঘণ্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। কোন কোন নম্বর থেকে টিকিট কেনা হয়, প্রত্যেক দিন তার তালিকা নেওয়া হচ্ছে। এর সঙ্গে কাউন্টার থেকে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান মোল্লা, সহসভাপতি এ কে এম ফরিদ হোসেন বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমিল্লার নাঙ্গলকোটে রেলের ৯টি বগিচ্যুতির বিষয়ে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘যে ব্যক্তি ফিশপ্লেট খুলতেছিল, তাকে ধাওয়া দিলে ব্যাগ ফেলে পালিয়ে গেছে। তার আইডি কার্ডসহ কাগজপত্র পাওয়া গেছে। সে মূলত কিছু টাকার বিনিময়ে এই কাজ করছে।’
আজ সোমবার বেলা ৩টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্রশাসন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আগুন-সন্ত্রাসী বিএনপি, বিএনপি সমর্থনকারী ও জামায়াত এই কাজগুলো করে। এসব করে তারা জনসমর্থন পাচ্ছে না। বরং আস্তে আস্তে জনগণ থেকে দূরে সরে গেছে। তারা ভালো করেই জানে, মানুষ তাদের ভোট দেবে না। সে জন্যই এসব অপকর্ম করছে।’
মন্ত্রী বলেন, ‘আগুন-সন্ত্রাস, মানুষকে হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটা যায় না। টাকার বিনিময়ে রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে মানুষকে সম্পৃক্ত করতে হবে।’
ট্রেনে ঈদযাত্রার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগির ব্যবস্থা করা হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যে অধিকাংশ যাত্রী যাতে বহন করা যায়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। টিকিট ছাড়ার দুই-তিন ঘণ্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। কোন কোন নম্বর থেকে টিকিট কেনা হয়, প্রত্যেক দিন তার তালিকা নেওয়া হচ্ছে। এর সঙ্গে কাউন্টার থেকে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান মোল্লা, সহসভাপতি এ কে এম ফরিদ হোসেন বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে