আয়নাল হোসেন, ঢাকা
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগে এক দশক ধরে অকেজো পড়ে আছে প্রায় ১১ কোটি টাকার ল্যাসিক মেশিন। এতে চোখের চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে পুরোপুরি নষ্ট হওয়া থেকে মেশিনটি বাঁচাতে দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র পরিচালনায় হাসপাতাল কর্তৃপক্ষকে পরিশোধ করতে হচ্ছে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল।
ল্যাসিক হচ্ছে আমাদের চোখে আলোর প্রতিসরণজনিত দৃষ্টির ত্রুটিকে লেজার প্রযুক্তির মাধ্যমে স্থায়ীভাবে সারিয়ে দেওয়ার একধরনের অত্যাধুনিক পদ্ধতি। চশমা পরা বাদ দিতে অনেকে ল্যাসিকের দিকে ঝুঁকছেন। সাধারণত দূরদৃষ্টি সমস্যায় ভোগা রোগীরা মোটা লেন্সের চশমা ব্যবহার করেন। ল্যাসিক চিকিৎসা নিলে তাঁদের চশমার প্রয়োজন হয় না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৭ মার্চ মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগে স্থাপন করা হয় অত্যাধুনিক ল্যাসিক মেশিন। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক মেশিনটি উদ্বোধন করেন। এটি সরবরাহ করে লেক্সিকন মার্চেন্ডাইসের মালিক মোতাজ্জেরুল ইসলাম মিঠু। ওই সময় স্বাস্থ্যমন্ত্রী, মিটফোর্ড হাসপাতালের তৎকালীন উপপরিচালক ডা. আবুল হাসেম খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ সামিউল ইসলাম সাদীসহ কয়েকজন আর্থিক সুবিধা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ল্যাসিক মেশিনটি স্থাপনের পর গুটিকয়েক রোগীর অস্ত্রোপচার হয়েছিল। এরপর সেটি অকেজো হয়ে পড়ে। মূলত সরকারিভাবে মিটফোর্ড হাসপাতালে প্রথম এটি স্থাপিত হয়েছিল।
জানা গেছে, মেশিনটি স্থাপনের আগে মিটফোর্ড হাসপাতালের তৎকালীন সহকারী অধ্যাপক আনিস উদ্দীন ও রেজিস্ট্রার এনামুল হককে ১৫ দিনের জন্য ভিয়েতনামে পাঠানো হয় প্রশিক্ষণ নেওয়ার জন্য। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পরপরই ডা. এনামুল হককে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে বদলি করা হয়। এরপর ডা. আনিস উদ্দীন একাই বিভাগের কাজ চালিয়ে যান। তবে ২০১৫ সালের পর মেশিনটি আর কাজ করেনি।
গত রোববার দুপুরে মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগে গিয়ে দেখা যায়, ল্যাসিক মেশিনটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। চক্ষু বিভাগের চিকিৎসকেরা জানান, বিভাগের দুটি বড় কক্ষ দখল করে রেখেছে মেশিনটি। সেটি কোনোরকমে বাঁচিয়ে রাখতে দুটি এসি প্রতিদিন দুই ঘণ্টার জন্য চালানো হয়।
এ বিষয়ে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খানকে বেশ কয়েকবার কল দিয়ে এবং খুদে বার্তা পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মফিজুর রহমান মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, মেশিনটির বিষয়ে সরকারি যন্ত্রপাতি মেরামতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড টিসিতে লিখিতভাবে জানানো হয়েছে। সেখানকার লোকজন এসে মেশিনটি সম্পর্কে মতামত দেবে। মেরামত খরচ বেশি হলে সেটি অকেজো ঘোষণা করা হবে।
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগে এক দশক ধরে অকেজো পড়ে আছে প্রায় ১১ কোটি টাকার ল্যাসিক মেশিন। এতে চোখের চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে পুরোপুরি নষ্ট হওয়া থেকে মেশিনটি বাঁচাতে দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র পরিচালনায় হাসপাতাল কর্তৃপক্ষকে পরিশোধ করতে হচ্ছে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল।
ল্যাসিক হচ্ছে আমাদের চোখে আলোর প্রতিসরণজনিত দৃষ্টির ত্রুটিকে লেজার প্রযুক্তির মাধ্যমে স্থায়ীভাবে সারিয়ে দেওয়ার একধরনের অত্যাধুনিক পদ্ধতি। চশমা পরা বাদ দিতে অনেকে ল্যাসিকের দিকে ঝুঁকছেন। সাধারণত দূরদৃষ্টি সমস্যায় ভোগা রোগীরা মোটা লেন্সের চশমা ব্যবহার করেন। ল্যাসিক চিকিৎসা নিলে তাঁদের চশমার প্রয়োজন হয় না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৭ মার্চ মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগে স্থাপন করা হয় অত্যাধুনিক ল্যাসিক মেশিন। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক মেশিনটি উদ্বোধন করেন। এটি সরবরাহ করে লেক্সিকন মার্চেন্ডাইসের মালিক মোতাজ্জেরুল ইসলাম মিঠু। ওই সময় স্বাস্থ্যমন্ত্রী, মিটফোর্ড হাসপাতালের তৎকালীন উপপরিচালক ডা. আবুল হাসেম খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ সামিউল ইসলাম সাদীসহ কয়েকজন আর্থিক সুবিধা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ল্যাসিক মেশিনটি স্থাপনের পর গুটিকয়েক রোগীর অস্ত্রোপচার হয়েছিল। এরপর সেটি অকেজো হয়ে পড়ে। মূলত সরকারিভাবে মিটফোর্ড হাসপাতালে প্রথম এটি স্থাপিত হয়েছিল।
জানা গেছে, মেশিনটি স্থাপনের আগে মিটফোর্ড হাসপাতালের তৎকালীন সহকারী অধ্যাপক আনিস উদ্দীন ও রেজিস্ট্রার এনামুল হককে ১৫ দিনের জন্য ভিয়েতনামে পাঠানো হয় প্রশিক্ষণ নেওয়ার জন্য। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পরপরই ডা. এনামুল হককে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে বদলি করা হয়। এরপর ডা. আনিস উদ্দীন একাই বিভাগের কাজ চালিয়ে যান। তবে ২০১৫ সালের পর মেশিনটি আর কাজ করেনি।
গত রোববার দুপুরে মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগে গিয়ে দেখা যায়, ল্যাসিক মেশিনটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। চক্ষু বিভাগের চিকিৎসকেরা জানান, বিভাগের দুটি বড় কক্ষ দখল করে রেখেছে মেশিনটি। সেটি কোনোরকমে বাঁচিয়ে রাখতে দুটি এসি প্রতিদিন দুই ঘণ্টার জন্য চালানো হয়।
এ বিষয়ে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খানকে বেশ কয়েকবার কল দিয়ে এবং খুদে বার্তা পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মফিজুর রহমান মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, মেশিনটির বিষয়ে সরকারি যন্ত্রপাতি মেরামতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড টিসিতে লিখিতভাবে জানানো হয়েছে। সেখানকার লোকজন এসে মেশিনটি সম্পর্কে মতামত দেবে। মেরামত খরচ বেশি হলে সেটি অকেজো ঘোষণা করা হবে।
প্রতিবেশী আজহারুল ইসলাম বলেন, আরশি বাড়িতে খেলছিল। বাড়িতে টিউবওয়েলের ধারে বালতিতে আনুমানিক ৮-১০ ইঞ্চি পানি রাখা ছিল। একপর্যায়ে শিশুটি উপুড় হয়ে বালতির পানিতে পড়ে যায়। স্বজনরা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বালতির ভেতরে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
৪ মিনিট আগেটাকার ব্যাগ হারিয়ে কমলাপুর রেলস্টেশনে অসহায় অবস্থায় পড়েন এক দম্পতি। তাঁদের দুজনেরই বয়স ২৫–এর কম। তাঁদের অসহায়ত্ব দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। দুজনকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যান উত্তরখানে তাঁর ভাড়া বাসায়।
১০ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারায় ঘরের পানির পাইপ লাইন স্থাপন নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়কে রডের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পরিবারের নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ মিনিট আগেরাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর সামনে বসে অশোভন আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে নওগাঁর মান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
৩৪ মিনিট আগে