Ajker Patrika

কবি ফররুখ আহমদের নামে ঢাকায় রাস্তার নামকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৫: ০৪
কবি ফররুখ আহমদের নামে ঢাকায় রাস্তার নামকরণের দাবি

'আব্বার নামে ঢাকায় একটা রাস্তা হওয়া উচিত। যেই রাস্তা দিয়ে আব্বার লাশটি বের হয়েছিল, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, সেই রাস্তা যেন আব্বার নামে নামকরণ কর হয়। আমাদের বাড়ির ওপর দিয়ে যেন রেললাইন না যায়।' 

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কবি ফররুখ আহমদ স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ফররুখ আহমদের ছেলে এস এম ওয়াহিদুজ্জামান।

কবি ফররুখ আহমদ স্মৃতি পাঠাগারের সভাপতি সৈয়দ রিপন আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। প্রধান আলোচক ছিলেন কবি আবদুল হাই শিকদার। স্মরণসভার উদ্বোধন করেন ছড়াকার ও বিশিষ্ট সাংবাদিক আবু সালেহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত