Ajker Patrika

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে এবি ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ০১
সখীপুরে বিদ্যুতায়িত হয়ে এবি ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাহারতা গ্রামে তাঁর বোনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

রায়হান উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকার মো. নূরু মিয়ার ছেলে। তিনি এবি ব্যাংকের সখীপুর উপশাখার সহকারী ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রায়হান শিপন গতকাল বুধবার তাঁর বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে যান। আজ বৃহস্পতিবার সকালে গোসলখানায় তিনি পা পিছলে পড়ে যান। এ সময় পানির মোটরের বৈদ্যুতিক তার আঁকড়ে ধরেন তিনি। তাতে তিনি বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজন দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত