Ajker Patrika

পাঁচ ঘণ্টা পর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১: ২৩
পাঁচ ঘন্টা পর সচিবলায় আগুন নিয়ন্ত্রণে। ছবি: আজকের পত্রিকা
পাঁচ ঘন্টা পর সচিবলায় আগুন নিয়ন্ত্রণে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন পাঁচ ঘণ্টায় পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ভবনটির ছয়, সাত, আট, নয় তলা আগুনে পুড়ে গেছে। কিন্ত নিভে যেতে আরও সময় লাগবে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান। ডিজি জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের ২০ ইউনিট ও ২১১ ফায়ারকর্মী কাজ করেছে। তবে জায়গা সংকটের কারণে ১০ ইউনিট সক্রিয়ভাবে কাজ করতে পেরেছে। এখন ফায়ার সার্ভিস কর্মীরা কক্ষে কক্ষে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করছে।

মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ছয় তলা ও সাত তলা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া বেশিরভাগ তলায় ক্ষতিগ্রস্থ হয়েছে। মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।

ডিজি জানান, আগুনের উৎস এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। সট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তারপরও আমরা নিশ্চিত না হয়ে এবিষয়ে কিছুই বলতে চাই না।

পানি কোন সংকট ছিল না দাবি করে ডিজি বলেন, ৫ ঘন্টার মত আগুন নিয়ন্ত্রণের সময় লাগলেও এখানে পানির কোন সংকট ছিল না। পাশেই ওসমানি মিলায়নতন থেকে পানি পেয়েছি। ওয়াসার গাড়ি এসে পানি দিয়ে গেছে। কিন্ত সচিবলায়ের কক্ষ গুলো আবদ্ধ ও গ্ল্যাস লাগানো থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত