Ajker Patrika

কোটা আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ফাওজুল কবির 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
কোটা আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ফাওজুল কবির 

কোটা সংস্কার আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শনিবার সন্ধ্যায় মাদারীপুর জেলার শিবচরের পদ্মা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, আন্দোলনে যারা মারা গেছেন, আহত হয়েছেন, তাদের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে। নিহত পরিবার, যারা অসুস্থ রয়েছে তাদের প্রতি আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। আমরা অসুস্থ প্রত্যেকের চিকিৎসাসহ সবার পাশে রয়েছি। এমনকি আমরা ব্যক্তিগত একটা ফান্ড থেকে আগামীকাল রোববার এক নিহত পরিবারকে ৫০ লাখ টাকা দিচ্ছি। এভাবে প্রত্যেকটি নিহত পরিবারকেই দেখা হবে।

দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘এই সরকারের বয়স ২০ দিন। আমার বয়স আরও কম। আমাদের আরেকটু সময় দেন। এখানে কোনো দুর্নীতি হবে না। হঠাৎ করেই তো দুর্নীতি পুরোপুরি বন্ধ করা যায় না। তবে আমরা এমন সব ব্যবস্থা গ্রহণ করছি, যাতে করে দুর্নীতি কমে যায়।’

এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মাদ নিজাম উদ্দীন আহম্মেদ, শরিয়তপুর জেলা পুলিশ সুপার মো. মাহাবুবুল আলম পিপিএম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সাদিয়া ইসলাম লুনা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবদুল্লাহ আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত