টাঙ্গাইল প্রতিনিধি
গার্মেন্টসকর্মী নুরুল ইসলাম। রোববার (২২ জানুয়ারি) বিয়ে, তাই ফিরছিলেন বাড়িতে। ঢাকা থেকে মধুপুর পর্যন্ত যেয়ে বাস থেকে নামেন। এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেন নিজের বিয়ের আমন্ত্রণপত্র। এরপর এক দোকানে কফি পান করে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
ঢাকা-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার ভোলা শাহর মোড়ে শুক্রবার সন্ধ্যায় এঘটনা ঘটে। নুরুলের বাড়ি গোপালপুরের শাজানপুর এলাকার মিশ্রপট্টি গ্রামে। ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে তিনি।
জানা যায়, ঢাকা থেকে বাসে রওনা দিয়ে নুরুল ইসলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউড়ি এলাকার ভোলা শাহর মোড়ে নামেন। পৌর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিজের বিয়ের আমন্ত্রণ পৌঁছে দেন। পরে ওই এলাকার একটি কফি হাউসে কিছুক্ষণ সময় কাটিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত নুরুলের চাচা রমজান আলী ও বন্ধু আল মামুন জানান, আগামী রোববার একই উপজেলার শিমলা গ্রামে নুরুলের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের সমস্ত আয়োজন শেষ পর্যায়ে। নুরুলও আসছিলেন কর্মস্থল থেকে ছুটি নিয়ে। কিন্তু তার আগেই নুরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মধুপুর থানার উপপরিদর্শক সাজেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দ্রুতগামী ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গার্মেন্টসকর্মী নুরুল ইসলাম। রোববার (২২ জানুয়ারি) বিয়ে, তাই ফিরছিলেন বাড়িতে। ঢাকা থেকে মধুপুর পর্যন্ত যেয়ে বাস থেকে নামেন। এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেন নিজের বিয়ের আমন্ত্রণপত্র। এরপর এক দোকানে কফি পান করে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
ঢাকা-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার ভোলা শাহর মোড়ে শুক্রবার সন্ধ্যায় এঘটনা ঘটে। নুরুলের বাড়ি গোপালপুরের শাজানপুর এলাকার মিশ্রপট্টি গ্রামে। ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে তিনি।
জানা যায়, ঢাকা থেকে বাসে রওনা দিয়ে নুরুল ইসলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউড়ি এলাকার ভোলা শাহর মোড়ে নামেন। পৌর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিজের বিয়ের আমন্ত্রণ পৌঁছে দেন। পরে ওই এলাকার একটি কফি হাউসে কিছুক্ষণ সময় কাটিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত নুরুলের চাচা রমজান আলী ও বন্ধু আল মামুন জানান, আগামী রোববার একই উপজেলার শিমলা গ্রামে নুরুলের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের সমস্ত আয়োজন শেষ পর্যায়ে। নুরুলও আসছিলেন কর্মস্থল থেকে ছুটি নিয়ে। কিন্তু তার আগেই নুরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মধুপুর থানার উপপরিদর্শক সাজেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দ্রুতগামী ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।
২১ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি মারা গেছে। আজ সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
৩৩ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে নিখোঁজের দুইদিন পর আফরোজা খানম নামে সাবেক এক মহিলা ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়রা নিহতের বাড়ীর পাশ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
৩৮ মিনিট আগেএখনই বিশ্ববিদ্যালয় করার দাবি থেকে পিছু হটলেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় স্বীকৃতির জন্য তাঁরা নির্বাচিত সরকার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আজ সোমবার রাত ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কলেজটির শিক্ষার্থী লায়েক নুর মোহাম্মদ এমনটি জানিয়েছেন।
৪৪ মিনিট আগে