টাঙ্গাইল প্রতিনিধি
গার্মেন্টসকর্মী নুরুল ইসলাম। রোববার (২২ জানুয়ারি) বিয়ে, তাই ফিরছিলেন বাড়িতে। ঢাকা থেকে মধুপুর পর্যন্ত যেয়ে বাস থেকে নামেন। এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেন নিজের বিয়ের আমন্ত্রণপত্র। এরপর এক দোকানে কফি পান করে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
ঢাকা-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার ভোলা শাহর মোড়ে শুক্রবার সন্ধ্যায় এঘটনা ঘটে। নুরুলের বাড়ি গোপালপুরের শাজানপুর এলাকার মিশ্রপট্টি গ্রামে। ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে তিনি।
জানা যায়, ঢাকা থেকে বাসে রওনা দিয়ে নুরুল ইসলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউড়ি এলাকার ভোলা শাহর মোড়ে নামেন। পৌর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিজের বিয়ের আমন্ত্রণ পৌঁছে দেন। পরে ওই এলাকার একটি কফি হাউসে কিছুক্ষণ সময় কাটিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত নুরুলের চাচা রমজান আলী ও বন্ধু আল মামুন জানান, আগামী রোববার একই উপজেলার শিমলা গ্রামে নুরুলের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের সমস্ত আয়োজন শেষ পর্যায়ে। নুরুলও আসছিলেন কর্মস্থল থেকে ছুটি নিয়ে। কিন্তু তার আগেই নুরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মধুপুর থানার উপপরিদর্শক সাজেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দ্রুতগামী ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গার্মেন্টসকর্মী নুরুল ইসলাম। রোববার (২২ জানুয়ারি) বিয়ে, তাই ফিরছিলেন বাড়িতে। ঢাকা থেকে মধুপুর পর্যন্ত যেয়ে বাস থেকে নামেন। এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেন নিজের বিয়ের আমন্ত্রণপত্র। এরপর এক দোকানে কফি পান করে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
ঢাকা-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার ভোলা শাহর মোড়ে শুক্রবার সন্ধ্যায় এঘটনা ঘটে। নুরুলের বাড়ি গোপালপুরের শাজানপুর এলাকার মিশ্রপট্টি গ্রামে। ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে তিনি।
জানা যায়, ঢাকা থেকে বাসে রওনা দিয়ে নুরুল ইসলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউড়ি এলাকার ভোলা শাহর মোড়ে নামেন। পৌর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিজের বিয়ের আমন্ত্রণ পৌঁছে দেন। পরে ওই এলাকার একটি কফি হাউসে কিছুক্ষণ সময় কাটিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত নুরুলের চাচা রমজান আলী ও বন্ধু আল মামুন জানান, আগামী রোববার একই উপজেলার শিমলা গ্রামে নুরুলের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের সমস্ত আয়োজন শেষ পর্যায়ে। নুরুলও আসছিলেন কর্মস্থল থেকে ছুটি নিয়ে। কিন্তু তার আগেই নুরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মধুপুর থানার উপপরিদর্শক সাজেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দ্রুতগামী ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিহত ব্যক্তির বাবা মফিজুল ইসলাম বলেন, ‘১৫ দিন আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার থানারপাড় এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায় সোয়াদুল। গতকাল আমাদের আত্মীয়স্বজন ফেসবুক থেকে জানতে পারে, আমার ছেলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। তাকে নাকি মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
২ মিনিট আগেআজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা: জননিরাপত্তা ও উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় ও করণীয়’ বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এ বিষয়ে একটি প্রতিবেদন
৫ মিনিট আগেঢাকা-বরিশাল আকাশপথে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ বিমান। উড়োজাহাজস্বল্পতার দোহাই দিয়ে শুক্রবার থেকে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বরিশালসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে আকাশপথের দ্রুত যোগাযোগব্যবস্থা ব্যাহত হলো। বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে রহস্যজনক ভূমিকা পালন করছে।
১৫ মিনিট আগেরাজধানীর শ্যামপুরে নিষিদ্ধঘোষিত আ.লীগ ও তার সহযোগী সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে শ্যামপুর থানার রাত্রিকালীন টহল ও স্পেশাল ডিউটি টিম এই অভিযান চালায়।
২৩ মিনিট আগে