Ajker Patrika

ওএসডি হলেন ভিকারুননিসার অধ্যক্ষ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওএসডি হলেন ভিকারুননিসার অধ্যক্ষ 

রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। অবসর পরবর্তী ছুটি (পিআরএল) ভোগের জন্য তাকে ওএসডি হয়েছে।

গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ শাখা-২) কাজি মো. আবদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপণ থেকে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, পিআরএল গমনের সুবিধার্থে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তাকে বদলি/পদায়ন করা হলো।

এর আগে গত ২৮ মার্চ ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অযোগ্য ঘোষিত শিক্ষক প্রতিনিধি ড. ফারহানা খানমের আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ (প্রতিকল্প) মোহাম্মদ রফিকুল আলম। 

এতে বলা হয়, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং শিক্ষক প্রতিনিধি ড. ফারহানা খানমের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে। এতে আরও বলা হয়, বর্ণিত বিষয়ে তদন্ত করে ২৮ এপ্রিলের মধ্যে কার্যালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো। 

অপর এক চিঠিতে দেখা যায়, অডিট আপত্তি থাকায় অধ্যক্ষ কামরুন নাহারকে ১৭ লাখ ৬৪ হাজার ৩২০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্সের কার্যালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত