Ajker Patrika

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সহিংসতার ঘটনায় ৫ আইনজীবী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৫: ২৩
সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সহিংসতার ঘটনায় ৫ আইনজীবী গ্রেপ্তার

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় মামলার এজাহারভুক্ত পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোড ডিবির কার্যালয় ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর-রশীদ এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার আইনজীবীরা হলেন—এজাহারভুক্ত ৫ নম্বর আসামি কাজী বশির আহমেদ, ৯ নম্বর আসামি তুষার, ১১ নম্বর আসামি তরিকুল, ৮ নম্বর আসামি সুমন ও ৬ নম্বর আসামি উসমান। 

অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। শাহবাগ থানায় মামলা হওয়ার পরে ডিবি পুলিশ ছায়া তদন্ত করে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গা থেকে পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত