Ajker Patrika

সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে স্বাস্থ্যের সেব্রিনা ফ্লোরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৮: ০৭
সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে স্বাস্থ্যের সেব্রিনা ফ্লোরা 

শারীরিক নানা জটিলতা দেখা দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল হক আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল ইসলাম বলেন, ‘সম্প্রতি ওনার এমআরসিপি করা হয়েছিল। তারপর অসুস্থ হয়ে পড়লে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়। তারপরও অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আমরা সবাই তাঁর জন্য দোয়া করি।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মাসের শেষের দিকে কিছুটা অসুস্থ হয়ে পড়েন সেব্রিনা ফ্লোরা। পরে সেটি বাড়তে থাকলে সম্প্রতি সিঙ্গাপুরে নেওয়া হয় তাঁকে।

এদিকে স্বাস্থ্যের এই ঊর্ধ্বতন কর্মকর্তার সুস্থতার জন্য আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সেব্রিনা ফ্লোরা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত