Ajker Patrika

টাঙ্গাইলে ট্রাকচাপায় তরুণের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ট্রাকচাপায় তরুণের মৃত্যু

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকচাপায় সিয়াম (২২) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী হাজরাবাড়ী পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত তরুণ ধনবাড়ী পৌরশহরের আম বাগান এলাকার বাসিন্দা ফজলুল হকের একমাত্র ছেলে। অল্প কয়েক দিন আগে তাকে মোটরসাইকেলটি কিনে দেওয়া হয় বলে পারিবারিক সূত্র জানায়। 

ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ভারপ্রাপ্ত) স্টেশন কর্মকর্তা আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সিয়াম মোটরসাইকেল নিয়ে মধুপুর থেকে ধনবাড়ী যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।’ 

ধনবাড়ী থানার তদন্ত কর্মকর্তা ইদ্রিস হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সিয়ামকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে পুলিশ হেফাজতে দেয়। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত