নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খুলে দেওয়া হয়েছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। ফলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেলের ৯টির সব স্টেশনই চালু হলো।
আজ শুক্রবার সকাল ৮টায় নতুন স্টেশন দুটির গেট খোলা হয়। সাড়ে ৮টার পর থেকে ট্রেন থামতে শুরু করে স্টেশন দুটিতে।
নতুন দুটি স্টেশনের মধ্যে আগারগাঁও থেকে শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ৪০ টাকা। আর উত্তরা থেকে উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা ঠিক করেছে কর্তৃপক্ষ।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। তিনি শহরের দিয়াবাড়ীতে দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।
বর্তমানে মেট্রোরেল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যাত্রীসেবা কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৫ এপ্রিল থেকে বেলা ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। পরবর্তীকালে ক্রমান্বয়ে সময় বাড়িয়ে জুলাই মাস থেকে সম্পূর্ণ সময়সূচি অনুযায়ী আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলবে।
মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।
খুলে দেওয়া হয়েছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। ফলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেলের ৯টির সব স্টেশনই চালু হলো।
আজ শুক্রবার সকাল ৮টায় নতুন স্টেশন দুটির গেট খোলা হয়। সাড়ে ৮টার পর থেকে ট্রেন থামতে শুরু করে স্টেশন দুটিতে।
নতুন দুটি স্টেশনের মধ্যে আগারগাঁও থেকে শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ৪০ টাকা। আর উত্তরা থেকে উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা ঠিক করেছে কর্তৃপক্ষ।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। তিনি শহরের দিয়াবাড়ীতে দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।
বর্তমানে মেট্রোরেল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যাত্রীসেবা কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৫ এপ্রিল থেকে বেলা ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। পরবর্তীকালে ক্রমান্বয়ে সময় বাড়িয়ে জুলাই মাস থেকে সম্পূর্ণ সময়সূচি অনুযায়ী আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলবে।
মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।
কলেজটিতে বর্তমানে ১০ জন শিক্ষক ও দুজন কর্মচারী কর্মরত রয়েছেন। কলেজটির পরিচিতি থাকলেও শিক্ষার্থী সংখ্যা মাত্র একজন। চলতি বছর এই একজন শিক্ষার্থী শুধু এক বিষয়ে (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
১৭ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামের আগুন নেভাতে আরও সময় লাগবে। ভেতর থেকে এখন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক পানি ও বিষাক্ত গ্যাস বেরিয়ে আসছে। ফলে এই মুহূর্তে ওই এলাকা বিপজ্জনক।
২০ মিনিট আগেআজ বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিন ব্যক্তির লাশ হস্তান্তরের কথা রয়েছে। লাশ গ্রহণের জন্য পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত ব্যক্তিদের স্বজনেরা উপজেলার গাজীপুর ইউন
২৩ মিনিট আগেক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ থাকায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম ও তাঁর স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৪২ মিনিট আগে