Ajker Patrika

নরসিংদীতে ট্রেনে কাটা পড়া ৫ বেওয়ারিশ লাশের পরিচয় শনাক্ত 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
Thumbnail image

নরসিংদীর রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার নরসিংদী রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

নিহতরা হলেন–সিলেটের কুমারপাড়া এলাকার আব্দুল্লাহ ওরফে সাব্বির (১৬), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরেপুর গ্রামের আরিফ মিয়ার ছেলে রাব্বি (১৫), মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশন এলাকার সিয়াম (১৪), ময়মনসিংহ বাসস্ট্যান্ড এলাকার আল আমিন (১২) ও সেলিম (২৫)। 

নিহতরা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। মৃত্যুও সময় তারা প্রত্যেকেই নেশাগ্রস্ত ছিল। তাদের মধ্যে তিনজনেরই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল, দুজনের শরীর দ্বিখণ্ডিত ছিল। চারজনেরই হাত-পা বিচ্ছিন্ন ছিল। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মারা যাওয়ার আগে তারা ট্রেনের ছাদে বসে নেশা করে। পরে ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশন অতিক্রম করার সময় একজন ছাদ থেকে পড়ে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়েই পাঁচজন একসঙ্গে নিচে পড়ে মারা গেছে।’ 

তিনি বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিহত পাঁচজন আখাউড়া থেকে গাঁজা খেয়ে ছাদে উঠে। নেশা জাতীয় ডেন্ডি পলিথিনের ভেতর ঢুকিয়ে নেশা করতে থাকে এবং সেলিম মদ খায়। তারা আখাউড়া থেকে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের বগির ছাদে উঠে নেশা করতে থাকে। 

ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশন পার হওয়ার সময় ছাদ থেকে তাদের একজন পড়ে যাচ্ছিল, এ সময় একজন তাকে টেনে তোলার চেষ্টা করে। কিন্তু সে টেনে না তুলতে পারায় সবাই তাকে বাঁচানোর চেষ্টা করার সময় ছাদ থেকে পাঁচজনই চলন্ত ট্রেনের নিচে পড়ে গিয়ে মারা যায়।’ 

এর আগে ৮ জুলাই রায়পুরা মেথিকান্দা রেলস্টেশনের কাছে ১৫ গজের মধ্যে ছড়িয়ে–ছিটিয়ে থাকা পাঁচটি মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সবগুলো মরদেহ কাছাকাছি হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে তখন জনমনে রহস্যের সৃষ্টি হয়। 

ঘটনার পর পরই রায়পুরা থানা–পুলিশ, রেলওয়ে পুলিশ, পিবিআই ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে নিহতদের নাম–পরিচয় শনাক্ত করতে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার, ভৈরব রেলওয়ে থানার ওসি, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) বিভিন্ন গোয়েন্দা সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত