Ajker Patrika

সাভারে তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

তাজরীন ট্র্যাজেডির ১১ বছর পূর্তি হবে আগামীকাল ২৪ নভেম্বর। সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশন্সে অগ্নিকান্ডের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে নিহতদের স্বজন ও শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজনে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনের বন্ধ কারখানার সামনে এই মোমবাতি প্রজ্বলন করেন তারা। 

মোমবাতি প্রজ্বলন শেষে উপস্থিত নেতা কর্মীরা ক্ষতিগ্রস্ত ভবন ভেঙে আহত শ্রমিকদের বাসস্থান নির্মাণ, ন্যায্য ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ মালিকের শাস্তির দাবি জানান।

এ সময় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. মাহাবুবুর রহমানসহ শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১২ সালে ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১১৪ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। আহত হন কয়েকশ শ্রমিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত