নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. নজরুল ইসলাম এ তারিখ ধার্য করেন।
আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। দুদকের একজন সাক্ষী আদালতে হাজির ছিলেন। কিন্তু তিনি সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হতে না পারায় আদালত সাক্ষ্য গ্রহণ করেননি। পরে নতুন তারিখ ধার্য করেন।
এর আগে গত ১ ফেব্রুয়ারি এ মামলার বাদী দুদকের উপপরিচালক (অবসরপ্রাপ্ত) রাহিলা খাতুন সাক্ষ্য দেন।
২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়। পরের বছরের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
অভিযোগপত্র দাখিল হওয়ার পর ফালু ও তাঁর স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। যে কারণে দীর্ঘদিন মামলার বিচারকাজ বন্ধ থাকে। পরে হাইকোর্ট ফালুর মামলা খারিজ করে দেন। এর ফলে ২০১৮ সালের ২৭ আগস্ট ফালু পলাতক থাকা অবস্থায় এ মামলায় অভিযোগ গঠন করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, দুদক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ইস্যু করে। নোটিশের পরিপ্রেক্ষিতে ফালু ওই বছরের ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের গোপনের তথ্য পায়।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. নজরুল ইসলাম এ তারিখ ধার্য করেন।
আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। দুদকের একজন সাক্ষী আদালতে হাজির ছিলেন। কিন্তু তিনি সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হতে না পারায় আদালত সাক্ষ্য গ্রহণ করেননি। পরে নতুন তারিখ ধার্য করেন।
এর আগে গত ১ ফেব্রুয়ারি এ মামলার বাদী দুদকের উপপরিচালক (অবসরপ্রাপ্ত) রাহিলা খাতুন সাক্ষ্য দেন।
২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়। পরের বছরের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
অভিযোগপত্র দাখিল হওয়ার পর ফালু ও তাঁর স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। যে কারণে দীর্ঘদিন মামলার বিচারকাজ বন্ধ থাকে। পরে হাইকোর্ট ফালুর মামলা খারিজ করে দেন। এর ফলে ২০১৮ সালের ২৭ আগস্ট ফালু পলাতক থাকা অবস্থায় এ মামলায় অভিযোগ গঠন করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, দুদক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ইস্যু করে। নোটিশের পরিপ্রেক্ষিতে ফালু ওই বছরের ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের গোপনের তথ্য পায়।
সিরাজগঞ্জের বেলকুচিতে ধর্ষণের অভিযোগে জেল খাটা এক যুবক ফের ধর্ষণের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ শনিবার সকালে বেলকুচি পৌরসভায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৩ মিনিট আগেবগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতা ও তাঁর লোকজনের ওপর চড়াও হয়েছেন কৃষকেরা। এ সময় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন চারজন। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদ্বীপা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে ওই চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়।
৭ মিনিট আগেলক্ষ্মীপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হারুনুর রশিদ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ পৌরসভার বাঞ্ছানগর এলাকার মকবুল আহমদের ছেলে।
১৭ মিনিট আগেবেতন-ভাতা নিয়ে অসন্তোষের কারণে ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার শ্রমিকেরা সকালে কাজে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে ফিরে যান।
২১ মিনিট আগে