Ajker Patrika

রাজধানীর সবুজবাগে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৩: ১৯
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর সবুজবাগে বেগুনবাড়ি এলাকায় বিধান মণ্ডল (১৯) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বেগুনবাড়ি গ্রীন মডেল টাউনের ১২ নম্বর রোডের একটি ফাঁকা জায়গা থেকে রিকশা চালকের মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে সবুজবাগ বেগুনবাড়ি গ্রিন মডেল টাউনের ব্লক-ই, রোড নম্বর ১২ এর একটি খালি প্লট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। এ ছাড়া মাথার পেছনে থেঁতলানো আঘাত, থুতনির বাম পাশে আঁচড়ের দাগ দেখা যায়।’

এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-রিকশা চালককে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। আর মরদেহটি গ্রিন মডেল টাউনের ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত এবং ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

নিহত বিধান মণ্ডলের খালাতো ভাই সুজন মণ্ডল বলেন, পরিবারের সঙ্গে ডেমরা কায়েতপাড়া ৭০ নম্বর ওয়ার্ডে থাকতেন বিধান মণ্ডল। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বিধানের বাবা মহাদেব মণ্ডল ফার্নিচারের ব্যবসা করেন। দুই মাস আগেই বিধানকে তার বাবা অটোরিকশাটি কিনে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, রোববার সন্ধ্যায় খাওয়া-দাওয়া করে তিনি অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। এরপর রাতে বাসায় না ফেরার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে রাতে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে একটি মরদেহ উদ্ধারের খবর জানতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে বিধানের মরদেহ শনাক্ত করা হয়। অটোরিকশা ছিনতাইয়ের জন্যই বিধানকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত