Ajker Patrika

বেশির ভাগ শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
Thumbnail image

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুর জেলার ৫ হাজার শিক্ষকের মধ্যে সঠিকভাবে দায়িত্ব পালন করেন অল্পসংখ্যক শিক্ষক। সবাই যার যার জায়গা থেকে সঠিকভাবে কাজ করলে লেখাপড়ার মান আরও ভালো হতো। তবে বেশির ভাগ শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না, আসলেও ঠিকমতো ক্লাস করেন না। 

আজ শনিবার সকালে গাজীপুর জেলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, যে সকল শিক্ষক স্কুল ফাঁকি দেয় তাদের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা উচিত। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত