Ajker Patrika

বৃষ্টিতে সড়ক উপচে পানি, লেগুনা উল্টে ২ পোশাকশ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০০: ১৭
আশুলিয়ায় বৃষ্টিতে সড়ক উপচে পানি। ছবি: সংগৃহীত
আশুলিয়ায় বৃষ্টিতে সড়ক উপচে পানি। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।

আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আশুলিয়া এনভয় গার্মেন্টসের সুপারভাইজার বদরুল আলম গাজী (৩৮) ও ইউনিমাস স্পোর্টসওয়্যার কারখানার অপারেটর হৃদয় মিয়া (৩৫)। এতে আহত হয়েছেন বিলকিস (৩০), সুব্রত পাল (৩২) ও নূরুল ইসলাম (৫০)। কারখানা ছুটি হওয়ার পর বাসায় ফিরছিলেন তাঁরা।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা ভালোর দিকে। চিকিৎসা শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮-১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। বৃষ্টিতে সড়কে জমে থাকা পানি ও পাশের নালার পানি একাকার হয়। লেগুনাটির চাকা নালায় পড়ে উল্টে যায়। লেগুনার যাত্রীরা ড্রেনের পানিতে ডুবে যান। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে স্থানীয় লোকজন লেগুনা ও নালার পানি থেকে যাত্রীদের বের করে আনে। এ সময় কেউ কেউ বলে, লেগুনার যাত্রী একটি বাচ্চা নিখোঁজ। পরে পানিতে নেমে অভিযান চালায় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, ‘আমরা শুনেছি, দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিখোঁজের খবর কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি। তবু আমরা খুঁজে দেখেছি। নালার পানি যেখানে পড়ে, সেখানকার স্ল্যাব উঠিয়ে দেখা হয়েছে। এমন কিছু পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত