Ajker Patrika

টাঙ্গাইলে বাসচাপায় ২ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২২: ২০
টাঙ্গাইলে বাসচাপায় ২ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত দুজন জেলার দেলদুয়ার উপজেলার শাখা কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা গাছ পাড়ার আবুল হোসেনের (৪৮) ও নাগরপুর উপজেলার রেজাউল করিম (৩৫)। 

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা এসআই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। 

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাসটিকে রেখে চালক ও সহযোগী পালিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত