Ajker Patrika

পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরির উদ্ধার অভিযান স্থগিত

প্রতিনিধি শিবালয় (মানিকগঞ্জ)
পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরির উদ্ধার অভিযান স্থগিত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসির ডুবে যাওয়া রো-রো ফেরি শাহ আমানতের উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করেছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। আজ বুধবার রাত সোয়া ৮টায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার শুরু করা হবে বলেও তিনি জানিয়েছেন। 

সর্বশেষ তথ্যানুযায়ী ডুবে যাওয়া ফেরি থেকে একটি মোটরসাইকেল, চারটি ট্রাক ও পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। বাকি পাঁচটি পণ্যবাহী ট্রাক এখনো নিমজ্জিত রয়েছে। 

বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কাজ চালালেও অপর আরও একটি উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়' চাঁদপুর থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। আগামীকাল বিকেলের মধ্যে ঘটনাস্থলে জাহাজটি পৌঁছাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

এদিকে ফেরি ডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও মানিকগঞ্জ জেলা প্রশাসক পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত সাত সদস্যের কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদ ও জেলা প্রশাসনের গঠিত চার সদস্যের কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছানোয়ারুল হককে প্রধান করা হয়েছে। 

তদন্ত কমিটি ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে পণ্যবোঝাই ১৪টি ট্রাক ও চারটি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি শাহ আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত