উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে রাজধানীর বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও, সিভিল অ্যাভিয়েশন বাঁচাও’সহ নানা স্লোগান দেন।
বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের প্রধান কার্যালয়ের সামনে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। সেই সঙ্গে ছয় দফা দাবিও জানানো হয়।
পরে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় এক পাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। তখন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া ও বিমানবন্দর থানা-পুলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন আসার অনুরোধ জানান।
পরে সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন বিক্ষোভ করতে থাকেন, সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে।
বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করা হচ্ছে। সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রাখার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান, তরে এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
কর্মচারীদের ছয় দফা দাবি হলো—
প্রথমত, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
চতুর্থত, ২০১৬ সালে চালুকৃত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জনবল মোতায়েন কার্যক্রম থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য একটি সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে।
পঞ্চমত, ১০ সদস্যের বেবিচক পর্ষদে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে এবং বেবিচকের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
ষষ্ঠত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আমরা এমন কোনো সিদ্ধান্ত নিইনি। এমন কোনো কিছু মন্ত্রণালয়ে দিইনি। আপনারা ভুল শুনেছেন।’
তিনি বলেন, ‘আমরা আজই রিজয়েন্ডার দিয়ে দিচ্ছি। রিজয়েন্ডারে আপনারা পেয়ে যাবেন, আমরা সিভিল অ্যাভিয়েশনের নতুন কোনো ফোর্স গঠনের সিদ্ধান্ত নেই নিই।’
মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, ‘আপনারা যে আজ আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, মানুষের দুর্ভোগ করেছেন। সেটা ভবিষ্যতে আর করবেন না।’
বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে রাজধানীর বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও, সিভিল অ্যাভিয়েশন বাঁচাও’সহ নানা স্লোগান দেন।
বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের প্রধান কার্যালয়ের সামনে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। সেই সঙ্গে ছয় দফা দাবিও জানানো হয়।
পরে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় এক পাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। তখন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া ও বিমানবন্দর থানা-পুলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন আসার অনুরোধ জানান।
পরে সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন বিক্ষোভ করতে থাকেন, সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে।
বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করা হচ্ছে। সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রাখার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান, তরে এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
কর্মচারীদের ছয় দফা দাবি হলো—
প্রথমত, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
চতুর্থত, ২০১৬ সালে চালুকৃত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জনবল মোতায়েন কার্যক্রম থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য একটি সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে।
পঞ্চমত, ১০ সদস্যের বেবিচক পর্ষদে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে এবং বেবিচকের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
ষষ্ঠত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আমরা এমন কোনো সিদ্ধান্ত নিইনি। এমন কোনো কিছু মন্ত্রণালয়ে দিইনি। আপনারা ভুল শুনেছেন।’
তিনি বলেন, ‘আমরা আজই রিজয়েন্ডার দিয়ে দিচ্ছি। রিজয়েন্ডারে আপনারা পেয়ে যাবেন, আমরা সিভিল অ্যাভিয়েশনের নতুন কোনো ফোর্স গঠনের সিদ্ধান্ত নেই নিই।’
মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, ‘আপনারা যে আজ আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, মানুষের দুর্ভোগ করেছেন। সেটা ভবিষ্যতে আর করবেন না।’
সিরাজগঞ্জের কাজীপুরে অন্যরকম বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার...
২১ মিনিট আগেরাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় হালিমা বেগম নামে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের ৫ নম্বর রোডে ২৩ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
২৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. আমজাদ আলী (৭৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও তাঁর শ্যালকদের বিরুদ্ধে।
৩৬ মিনিট আগেশফিকুর রহমান বলেন, ‘এই ঘটনায় যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচার নিশ্চিত দেখতে চাই। গড়িমসি করে সময়ক্ষেপণ করা নয়; স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সবাইকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই। বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী এই খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
৪০ মিনিট আগে