Ajker Patrika

ছাত্র প্রতিনিধি রাখাসহ বিডিআর হত্যাকাণ্ড কমিশনের জন্য ৫ দফা দাবি

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫৯
ছাত্র প্রতিনিধি রাখাসহ বিডিআর হত্যাকাণ্ড কমিশনের জন্য ৫ দফা দাবি ঘোষণা করা হয় শহীদ মিনারে। ছবি: আজকের পত্রিকা
ছাত্র প্রতিনিধি রাখাসহ বিডিআর হত্যাকাণ্ড কমিশনের জন্য ৫ দফা দাবি ঘোষণা করা হয় শহীদ মিনারে। ছবি: আজকের পত্রিকা

ছাত্র প্রতিনিধি রাখাসহ বিডিআর হত্যাকাণ্ড কমিশনের জন্য পাঁচ দফা দাবি ঘোষণা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে এসব দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।

এদিকে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশন গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমিশনে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

শহীদ মিনারের সমাবেশে পাঁচ দফা দাবিগুলো হলো কমিশনের মধ্যে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং বিডিআর হত্যাকাণ্ডের পূর্বাপর সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের অবশ্যই রাখতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কমিশনের সদস্য হিসেবে বিবেচনায় রাখতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। যে কমিশন গঠিত হবে, সেই কমিশনকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে হবে। কারণ ইতিমধ্যে দেশপ্রেমিক অনেক অফিসার নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন।

বিস্ফোরক মামলায় যাঁরা জেলে ধুঁকে মরছেন, তাঁদের দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। আগামী শুনানির দিন যেন বাংলাদেশের মানুষের কাছে খুশির সংবাদটি পৌঁছে যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার বক্তব্যের দ্বিচারিতার ব্যাখ্যা দিতে হবে।

সীমান্তরক্ষী বাহিনীর নাম ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ থেকে পূর্বতন ‘বাংলাদেশ রাইফেলস’-এ ফেরত নিতে হবে।

যেসব দেশপ্রেমিক অফিসার ও জওয়ানের লাশ শনাক্ত করা হয়নি, তাঁদের লাশ শনাক্ত করতে হবে ও তাঁদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।

মাহিন বলেন, ‘আমরা তাঁকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) পাঁচ দিন সময় দিচ্ছি। যদি পাঁচ দিনের মধ্যে কমিশন জাতির সামনে রিপোর্ট প্রকাশ না করে, তাহলে ষষ্ঠ দিনে আমরা রাজপথে নামব।’

সমাবেশে বক্তব্য দেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক লেফটেন্যান্ট ইমরান কাদের, বিডিআর মেজর তানভীরের হায়দার নুরের স্ত্রী তাসনুভা মাহা, মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ প্রমুখ। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যথাযথ বিচারের আহ্বান জানান। না হলে ছাত্র-জনতা বিচারের দাবিতে মাঠে নামবেন বলেও জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত