প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীতে ছুটছেন কর্মজীবী মানুষ। আজ শুক্রবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গণপরিবহনে করে মানুষ ঘাটে এসে নামছেন।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে ১২ পর্যন্ত ফেরিঘাটে অবস্থান করে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষ দৌলতদিয়া ঘাটে আসছেন নদী পাড়ি দিতে। তীব্র স্রোতের কারণে স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় পরপর ঘাটে ফেরি আসায় পন্টুনের ওপর যাত্রীদের অনেক ভিড় দেখা যায়। এ সময় অনেক যাত্রীরা ছাতা মাথায় আবার কেও ভিজে ফেরির জন্য অপেক্ষা করতে থাকেন
অপরদিকে গত দুই দিনের মত আজও ঢাকা,-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি লাখ করা গেছে। শিমুলিয়া কাঠালবাড়িয়ার অনেক গাড়ি এই পথে আসার কারণেই এই সিরিয়াল বলে মনে করছেন অনেকে।
ব্যবসায়ী আবদুল কাদের পরিবার নিয়ে ঢাকা মিরপুর থাকেন। ঈদের সময় গ্রামের বাড়ি রাজবাড়ীর ছোটভাকলায় আসেন। কঠোর বিধিনিষেধে সব বন্ধ থাকায় বাড়িতেই ছিলেন। তিনি বলেন, এখন তো আস্তে আস্তে সব খুলে যাচ্ছে বিধিনিষেধ নাই। পেটের তাগিদে আর অপেক্ষা করতে না পেরে বৃষ্টিতে ভিজেই স্ত্রী সন্তানসহ ঢাকা যেতে হচ্ছে।
ফরিদপুরের মধুখালী থেকে নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ঘাট পারি দিতে ঘাটে আসা রিপন শেখ বলেন, কিছুই করার নাই সংসার চালাতে হলে পরিবার পরিজনদের নিয়ে বাঁচতে হলে কাজ করতেই হবে। তাই ঝুঁকি নিয়েই ঢাকা যাচ্ছি।
এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিতেও যানবাহনের সঙ্গে যাত্রীদের আসতে দেখা যায়। ফেরিতে নদী পাড়ি দিয়ে আসা দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিল শ্রমজীবী মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন আহম্মেদ বলেন, দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যাত্রীর চাপ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ১৫টি ফেরি চালানো হচ্ছে। এ ছাড়াও আরও দুটি ফেরি যোগ হওয়ার কথা আছে।
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীতে ছুটছেন কর্মজীবী মানুষ। আজ শুক্রবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গণপরিবহনে করে মানুষ ঘাটে এসে নামছেন।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে ১২ পর্যন্ত ফেরিঘাটে অবস্থান করে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষ দৌলতদিয়া ঘাটে আসছেন নদী পাড়ি দিতে। তীব্র স্রোতের কারণে স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় পরপর ঘাটে ফেরি আসায় পন্টুনের ওপর যাত্রীদের অনেক ভিড় দেখা যায়। এ সময় অনেক যাত্রীরা ছাতা মাথায় আবার কেও ভিজে ফেরির জন্য অপেক্ষা করতে থাকেন
অপরদিকে গত দুই দিনের মত আজও ঢাকা,-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি লাখ করা গেছে। শিমুলিয়া কাঠালবাড়িয়ার অনেক গাড়ি এই পথে আসার কারণেই এই সিরিয়াল বলে মনে করছেন অনেকে।
ব্যবসায়ী আবদুল কাদের পরিবার নিয়ে ঢাকা মিরপুর থাকেন। ঈদের সময় গ্রামের বাড়ি রাজবাড়ীর ছোটভাকলায় আসেন। কঠোর বিধিনিষেধে সব বন্ধ থাকায় বাড়িতেই ছিলেন। তিনি বলেন, এখন তো আস্তে আস্তে সব খুলে যাচ্ছে বিধিনিষেধ নাই। পেটের তাগিদে আর অপেক্ষা করতে না পেরে বৃষ্টিতে ভিজেই স্ত্রী সন্তানসহ ঢাকা যেতে হচ্ছে।
ফরিদপুরের মধুখালী থেকে নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ঘাট পারি দিতে ঘাটে আসা রিপন শেখ বলেন, কিছুই করার নাই সংসার চালাতে হলে পরিবার পরিজনদের নিয়ে বাঁচতে হলে কাজ করতেই হবে। তাই ঝুঁকি নিয়েই ঢাকা যাচ্ছি।
এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিতেও যানবাহনের সঙ্গে যাত্রীদের আসতে দেখা যায়। ফেরিতে নদী পাড়ি দিয়ে আসা দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিল শ্রমজীবী মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন আহম্মেদ বলেন, দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যাত্রীর চাপ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ১৫টি ফেরি চালানো হচ্ছে। এ ছাড়াও আরও দুটি ফেরি যোগ হওয়ার কথা আছে।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে