Ajker Patrika

জাল ভোট দেওয়ায় গোপালগঞ্জে যুবক আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ১৪: ০৫
Thumbnail image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল ভোট দেওয়ায় রতন অধিকারী নামের এক যুবককে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ বুধবার সকালে উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি এলাকার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।

পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বি এম বাবুল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে জাল ভোট দেওয়ার সময় রতন অধিকারী নামের এক যুবককে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে কেন্দ্র থেকে আটক করে নিয়ে যান।

এ ছাড়া গোপালগঞ্জের পাঁচটি উপজেলার মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ২২৭টি কেন্দ্রে আজ বুধবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোরে ঘণ্টাখানেকের বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার কারণে শুরুর দিকে ভোটার উপস্থিতি বেশ কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি আনসারও মোতায়েন রয়েছে। রয়েছে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, র‍্যাব ও বিজিবির সার্বক্ষণিক টহল।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটাধিকার প্রয়োগ করবেন ৫ লাখ ৮৮ হাজার ৪২৯ জন ভোটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত