সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতাকে না পেয়ে এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত মধ্যরাতে আটিগ্রাম এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। পরদিন মঙ্গলবার কোনো মামলা না দিয়ে ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে, ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকলেও পরে তা শুরু হলে রায়হান তাতে অংশ নিতে পারবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার।
গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থীর নাম আবু রায়হান। সে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার বড় ভাই একে হীরা সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি।
রায়হানের অন্য ভাই সাগর বলেন, ‘আমার বড় ভাই দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ২২ জুলাই দিবাগত মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ আমার বড় ভাইকে গ্রেপ্তার করতে আসে। বাসায় বড় ভাইকে না পেয়ে ছোট ভাই রায়হানকে গ্রেপ্তার করে।’
সাগর আরও বলেন, ‘আমরা তখন তাদের (পুলিশ) অনেকবার বলেছিলাম, আমার ছোট ভাই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। ও এবার এইচএসসি পরীক্ষা দেবে। তখন পুলিশ বলে, ‘প্রমাণস্বরূপ পরীক্ষার প্রবেশপত্র থানায় নিয়ে আসবেন। তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। পরদিন সকালে প্রবেশপত্র নিয়ে থানায় গেলে আমাদের থানায় ঢুকতে দেওয়া হয়নি। পরে কোনো মামলা না দিয়ে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে দেয়।’
সাগর আশঙ্কা প্রকাশ করে বলেন, ২৪ জুলাই আদালতে রায়হানের জামিনের জন্য আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী পরীক্ষার আগে জামিন না পেলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করার সুযোগ নেই।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতাকে না পেয়ে এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত মধ্যরাতে আটিগ্রাম এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। পরদিন মঙ্গলবার কোনো মামলা না দিয়ে ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে, ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকলেও পরে তা শুরু হলে রায়হান তাতে অংশ নিতে পারবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার।
গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থীর নাম আবু রায়হান। সে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার বড় ভাই একে হীরা সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি।
রায়হানের অন্য ভাই সাগর বলেন, ‘আমার বড় ভাই দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ২২ জুলাই দিবাগত মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ আমার বড় ভাইকে গ্রেপ্তার করতে আসে। বাসায় বড় ভাইকে না পেয়ে ছোট ভাই রায়হানকে গ্রেপ্তার করে।’
সাগর আরও বলেন, ‘আমরা তখন তাদের (পুলিশ) অনেকবার বলেছিলাম, আমার ছোট ভাই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। ও এবার এইচএসসি পরীক্ষা দেবে। তখন পুলিশ বলে, ‘প্রমাণস্বরূপ পরীক্ষার প্রবেশপত্র থানায় নিয়ে আসবেন। তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। পরদিন সকালে প্রবেশপত্র নিয়ে থানায় গেলে আমাদের থানায় ঢুকতে দেওয়া হয়নি। পরে কোনো মামলা না দিয়ে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে দেয়।’
সাগর আশঙ্কা প্রকাশ করে বলেন, ২৪ জুলাই আদালতে রায়হানের জামিনের জন্য আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী পরীক্ষার আগে জামিন না পেলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করার সুযোগ নেই।
নাটোর শহরের হরিশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অপু হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেউচ্চশিক্ষার উদ্দেশ্যে তেরো বছর বয়সে বাড়ি ছেড়ে চট্টগ্রামের হাটহাজারীর কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামে ভর্তি হয়েছিলেন বরগুনার ওমর ওরফে বেলাল হোসাইন। পরিবারের স্বপ্ন ছিল, বেলাল একদিন আলেম হয়ে সমাজে আলো ছড়াবেন। কিন্তু সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগেবগুড়ায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যান। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে ১০ নারী ও দুই পুরুষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
২ ঘণ্টা আগেধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদভিত্তিক কার্যক্রমের মতোই মন্দিরভিত্তিক কার্যক্রম একই সুবিধায় পরিচালিত হবে।
২ ঘণ্টা আগে