Ajker Patrika

ওদের চোখে স্বপ্ন এখন সত্যিকারের ডাক্তার হওয়ার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ওদের চোখে স্বপ্ন এখন সত্যিকারের ডাক্তার হওয়ার

পত্রিকার পাতায় নিজেদের ছবি দেখে উচ্ছ্বসিত প্রাথমিক স্কুলের সেই খুদে ডাক্তারেরা। দৈনিক আজকের পত্রিকায় সম্প্রতি ‘খুদে ডাক্তারে বেড়েছে সচেতনতা’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। আজ মঙ্গলবার সকালে ঘিওর উপজেলার প্রত্যন্ত ২৫ নম্বর বানিয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পত্রিকা নিয়ে গেলে খুদে ডাক্তারেরা পত্রিকায় নিজেদের ছবি দেখে উচ্ছ্বাসিত হয়ে পরে।

এ সময় শিক্ষার্থীরা বলে, ‘কোনো দিন স্বপ্নেও ভাবিনি আমাদের ছবি এভাবে পেপারে দেখতে পাব। খুদে ডাক্তার হয়েছি, এখন স্বপ্ন দেখি ও প্রতিজ্ঞা করি একদিন সত্যিকারের বড় ডাক্তার হওয়ার।’

এ সময় বিদ্যালয়ের শিক্ষিকা শামছুন নাহার বলেন, ‘কাজের স্বীকৃতি পেলে আরও কাজ করার স্পৃহা জন্মে। স্বীকৃতিস্বরূপ নিজেদের ছবি দেখতে পেয়ে আমার শিক্ষার্থীরা ভীষণ খুশি। ওদের আনন্দ দেখে কি যে ভালো লাগছে ভাষায় প্রকাশ করতে পারব না।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভিন বলেন, ‘আজকের পত্রিকায় প্রাথমিক বিদ্যালয়ের খুদে ডাক্তারদের নিয়ে চমৎকার প্রতিবেদনটির কপি আমি সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়েছি। সেই সঙ্গে সকল বিদ্যালয়ের শিক্ষকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ দিয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত