সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় ঝড়ের কবলে ও বৃষ্টির পানিতে একটি পোলট্রি ফার্মের প্রায় তিন হাজার মুরগির বাচ্চা মারা গেছে। সেই সঙ্গে ঝড়ের কবলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কয়েকটি গবাদিপশুর খামার ও বিভিন্ন ঝুট গোডাউনের ব্যবসায়ীরা।
আজ শনিবার সকালের ঝড়-বৃষ্টিতে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নোরিঙ্গারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
অভি পোলট্রি ফার্মের মালিক নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালের ঝড়ে খামারের টিনের চাল উড়ে যায়। পরে পানি ঢুকে আমার সব মুরগির বাচ্চা মারা যায়। বাচ্চার দামই তো প্রায় ২ লাখ টাকা। আর টিনের খরচ মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
মুরগির খামার ছাড়াও পার্শ্ববর্তী আরেকটি গরুর খামারের টিনের চাল উড়ে গেছে। খামারের মালিক লুৎফর রহমান বলেন, ‘খামারের চাল উড়ে গিয়ে প্রায় ৫ থেকে ৭ শ গজ দূরে পড়েছে। কর্মচারী দিয়ে এখন সেগুলো আনা হচ্ছে। গরুর তেমন ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে, বাকিটা ডাক্তার এসে বলতে পারবে।’
আশপাশের অন্তত ১০টি ঝুটের গোডাউনও একই ধরনের ক্ষতির শিকার হয়েছে। দুমড়ে-মুচড়ে গিয়েছে টিনের তৈরি গোডাউনগুলো। ভেতরে থাকা বেশির ভাগ জিনিসই ভিজে নষ্ট হয়েছে।
এ বিষয়ে ঝুটের গোডাউনের কর্মচারী সিদ্দিক বলেন, চাল উড়ে গিয়ে কোথায় গিয়েছে জানি না। ঘরের মাল যা ছিল ৬-৭ লাখ টাকার সব ভিজে গেছে। রোদে শুকালে অর্ধেক মালামাল আবার ব্যবহার করা যেতে পারে, নয়তো সব বাদ। আবার ব্যবসা শুরু করতে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।’
সাভারের আশুলিয়ায় ঝড়ের কবলে ও বৃষ্টির পানিতে একটি পোলট্রি ফার্মের প্রায় তিন হাজার মুরগির বাচ্চা মারা গেছে। সেই সঙ্গে ঝড়ের কবলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কয়েকটি গবাদিপশুর খামার ও বিভিন্ন ঝুট গোডাউনের ব্যবসায়ীরা।
আজ শনিবার সকালের ঝড়-বৃষ্টিতে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নোরিঙ্গারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
অভি পোলট্রি ফার্মের মালিক নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালের ঝড়ে খামারের টিনের চাল উড়ে যায়। পরে পানি ঢুকে আমার সব মুরগির বাচ্চা মারা যায়। বাচ্চার দামই তো প্রায় ২ লাখ টাকা। আর টিনের খরচ মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
মুরগির খামার ছাড়াও পার্শ্ববর্তী আরেকটি গরুর খামারের টিনের চাল উড়ে গেছে। খামারের মালিক লুৎফর রহমান বলেন, ‘খামারের চাল উড়ে গিয়ে প্রায় ৫ থেকে ৭ শ গজ দূরে পড়েছে। কর্মচারী দিয়ে এখন সেগুলো আনা হচ্ছে। গরুর তেমন ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে, বাকিটা ডাক্তার এসে বলতে পারবে।’
আশপাশের অন্তত ১০টি ঝুটের গোডাউনও একই ধরনের ক্ষতির শিকার হয়েছে। দুমড়ে-মুচড়ে গিয়েছে টিনের তৈরি গোডাউনগুলো। ভেতরে থাকা বেশির ভাগ জিনিসই ভিজে নষ্ট হয়েছে।
এ বিষয়ে ঝুটের গোডাউনের কর্মচারী সিদ্দিক বলেন, চাল উড়ে গিয়ে কোথায় গিয়েছে জানি না। ঘরের মাল যা ছিল ৬-৭ লাখ টাকার সব ভিজে গেছে। রোদে শুকালে অর্ধেক মালামাল আবার ব্যবহার করা যেতে পারে, নয়তো সব বাদ। আবার ব্যবসা শুরু করতে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।’
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রাকিবের অস্থিমজ্জা সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে। বাঁচতে হলে অস্থিমজ্জা প্রতিস্থাপন জরুরি। বর্তমানে তিনি ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। দ্বিতীয় ধাপের কেমোথেরাপি চলছে, যা আরো এক মাস চলবে।
১৩ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।
১৪ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার (২০ জুলাই) গভীর রাতে উপজেলার ছোট আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য এ নির্দেশ দেওয়া হয়।
১৮ মিনিট আগে