নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কঠোর লকডাউনের নবম দিনে ঢাকার সড়কগুলোয় যানবাহনের সংখ্যা কমেছে। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে লোকজন কম বের হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে কিছুটা ভয় বেড়েছে। একেবারেই জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই এখন আর ঘরের বাইরে বের হচ্ছে না। এ ছাড়া পুলিশের হাতে আটকের পাশাপাশি মামলার ভয়ও আছে।
আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সিগন্যালগুলো পার হতে কোনো গাড়ি অপেক্ষায় নেই। পোশাক কারখানা ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের গাড়িগুলোই চলছে। এর বাইরে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি রাস্তায় রয়েছে। যদিও গতকাল ঢাকার সড়কগুলোর প্রায় প্রতিটি সিগন্যালেই গাড়িগুলো অপেক্ষায় থাকতে দেখা গেছে।
গাবতলী ব্রিজ হয়ে যেসব যানবাহন ঢাকায় ঢুকছে, সেগুলো থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যারা একেবারেই কোনো কারণ দেখাতে পারছে না, সেগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। হেঁটে গাবতলী ব্রিজ পার হয়ে অনেককে ঢাকায় ঢুকতে দেখা যায়।
এই চেকপোস্টের ট্রাফিক পুলিশ কর্মকর্তা মো. মানিক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘অন্য দিনের থেকে আজ গাড়ি কম। মানুষও একটু সচেতন হয়েছে। কারণ দিনদিন করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। তবে মানুষের অজুহাতের শেষ নেই।’
গাবতলী দিয়ে যেসব গাড়ি ঢাকা ছাড়ছিল, সেগুলোও চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চেকপোস্টের ট্রাফিক সার্জেন্ট দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, লকডাউনের অন্য দিন থেকে আজ কম গাড়ি বের হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আজ তো বন্ধের দিন। আজ আর তেমন এক্সকিউজ দাঁড় করাতে পারবে না। তাই রাস্তায় গাড়ি কম।’
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক পুলিশের সদস্যদের অলস সময় পার করতে দেখা যায়। তবে কোনো মোটরসাইকেল ও প্রাইভেট কার এলেই সেগুলো থামিয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন তাঁরা। এই চেকপোস্টের একজন পুলিশ সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা আর আটকের ভয়ে মানুষ এখন কম বের হচ্ছে। কারণ লকডাউনের মধ্যে প্রতিদিনই অনেক মানুষ বাইরে বের হয়ে মামলা খেয়েছে।’
গাবতলী ব্রিজ পার হয়ে অনেককে মোটরসাইকেল ভাড়া করে সাভার, নবীনগর, বাইপাইল ও হেমায়েতপুরে যেতে দেখা যায়। আরিফ হোসেন নামের এক তরুণ সিঙ্গাইরে যাওয়ার জন্য মোটরসাইকেল ভাড়া করেছেন। সিঙ্গাইর থেকে আরেকটি মোটরসাইকেলে করে তিনি মানিকগঞ্জে যাবেন। মানিকগঞ্জ থেকে পাটুরিয়া হয়ে রাজবাড়ীর নিজ গ্রামে যাবেন বলে জানান তিনি।
আরিফ বলেন, ‘ঢাকায় কাজ নেই। বসে বসে খেলে তো আর চলবে না। বাড়ি গেলে কিছু একটা করে পেট চালানো যাবে। তাই অনেক কষ্ট হবে জেনেও বাড়ি যাচ্ছি।’
আমিনবাজারে শরিফুল হাসান নামের একজন মোটরসাইকেলচালক আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঝামেলা করে। মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া মানা, এটাও জানি। কিন্তু বের না হলে যে খাবার জুটবে না।’ লকডাউনের মধ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়ে ট্রাফিক পুলিশের মামলাও খেয়েছেন বলে জানান তিনি।
শুক্রবার মানুষ কম বের হওয়ায় বিভিন্ন পয়েন্টে অনেক রিকশাচালককে বসে থাকতে দেখা যায়। লকডাউনের মধ্যে শুধু রিকশা চলাচলের অনুমতি থাকায় অন্য দিন তাঁদের ভালো আয় হলেও শুক্রবার অনেকেই ভাড়া পাচ্ছেন না। মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে আবু হানিফ নামের এক রিকশাচালক বলেন, ‘আইজ তো মানুষ অনেক কম, তাই ভাড়াই পাইতেছি না।’
কঠোর লকডাউনের নবম দিনে ঢাকার সড়কগুলোয় যানবাহনের সংখ্যা কমেছে। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে লোকজন কম বের হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে কিছুটা ভয় বেড়েছে। একেবারেই জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই এখন আর ঘরের বাইরে বের হচ্ছে না। এ ছাড়া পুলিশের হাতে আটকের পাশাপাশি মামলার ভয়ও আছে।
আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সিগন্যালগুলো পার হতে কোনো গাড়ি অপেক্ষায় নেই। পোশাক কারখানা ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের গাড়িগুলোই চলছে। এর বাইরে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি রাস্তায় রয়েছে। যদিও গতকাল ঢাকার সড়কগুলোর প্রায় প্রতিটি সিগন্যালেই গাড়িগুলো অপেক্ষায় থাকতে দেখা গেছে।
গাবতলী ব্রিজ হয়ে যেসব যানবাহন ঢাকায় ঢুকছে, সেগুলো থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যারা একেবারেই কোনো কারণ দেখাতে পারছে না, সেগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। হেঁটে গাবতলী ব্রিজ পার হয়ে অনেককে ঢাকায় ঢুকতে দেখা যায়।
এই চেকপোস্টের ট্রাফিক পুলিশ কর্মকর্তা মো. মানিক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘অন্য দিনের থেকে আজ গাড়ি কম। মানুষও একটু সচেতন হয়েছে। কারণ দিনদিন করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। তবে মানুষের অজুহাতের শেষ নেই।’
গাবতলী দিয়ে যেসব গাড়ি ঢাকা ছাড়ছিল, সেগুলোও চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চেকপোস্টের ট্রাফিক সার্জেন্ট দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, লকডাউনের অন্য দিন থেকে আজ কম গাড়ি বের হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আজ তো বন্ধের দিন। আজ আর তেমন এক্সকিউজ দাঁড় করাতে পারবে না। তাই রাস্তায় গাড়ি কম।’
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক পুলিশের সদস্যদের অলস সময় পার করতে দেখা যায়। তবে কোনো মোটরসাইকেল ও প্রাইভেট কার এলেই সেগুলো থামিয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন তাঁরা। এই চেকপোস্টের একজন পুলিশ সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা আর আটকের ভয়ে মানুষ এখন কম বের হচ্ছে। কারণ লকডাউনের মধ্যে প্রতিদিনই অনেক মানুষ বাইরে বের হয়ে মামলা খেয়েছে।’
গাবতলী ব্রিজ পার হয়ে অনেককে মোটরসাইকেল ভাড়া করে সাভার, নবীনগর, বাইপাইল ও হেমায়েতপুরে যেতে দেখা যায়। আরিফ হোসেন নামের এক তরুণ সিঙ্গাইরে যাওয়ার জন্য মোটরসাইকেল ভাড়া করেছেন। সিঙ্গাইর থেকে আরেকটি মোটরসাইকেলে করে তিনি মানিকগঞ্জে যাবেন। মানিকগঞ্জ থেকে পাটুরিয়া হয়ে রাজবাড়ীর নিজ গ্রামে যাবেন বলে জানান তিনি।
আরিফ বলেন, ‘ঢাকায় কাজ নেই। বসে বসে খেলে তো আর চলবে না। বাড়ি গেলে কিছু একটা করে পেট চালানো যাবে। তাই অনেক কষ্ট হবে জেনেও বাড়ি যাচ্ছি।’
আমিনবাজারে শরিফুল হাসান নামের একজন মোটরসাইকেলচালক আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঝামেলা করে। মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া মানা, এটাও জানি। কিন্তু বের না হলে যে খাবার জুটবে না।’ লকডাউনের মধ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়ে ট্রাফিক পুলিশের মামলাও খেয়েছেন বলে জানান তিনি।
শুক্রবার মানুষ কম বের হওয়ায় বিভিন্ন পয়েন্টে অনেক রিকশাচালককে বসে থাকতে দেখা যায়। লকডাউনের মধ্যে শুধু রিকশা চলাচলের অনুমতি থাকায় অন্য দিন তাঁদের ভালো আয় হলেও শুক্রবার অনেকেই ভাড়া পাচ্ছেন না। মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে আবু হানিফ নামের এক রিকশাচালক বলেন, ‘আইজ তো মানুষ অনেক কম, তাই ভাড়াই পাইতেছি না।’
প্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৪ ঘণ্টা আগেগ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৭ ঘণ্টা আগে