Ajker Patrika

জুট মিলের রোলারে পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
জুট মিলের রোলারে পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের শিবরামপুরে আরএম জুট মিলে দুর্ঘটনার শিকার হয়ে রাজু শেখ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিলে পাট নমনীয় ও পরিষ্কার করার কাজে ব্যবহৃত সফটেনার মেশিনের বিপরীতমুখী দুটি রোলারে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় সফটেনার মেশিনের বিপরীতমুখী দুটি রোলারের মধ্যে ওই শ্রমিকের দেহের অর্ধাংশ ঢুকে শরীর পিষ্ট হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত রাজু শেখ ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর গ্রামের মো. আযহার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, পাট কলে সফটেনার মেশিনে পাট ঢুকিয়ে প্রাকৃতিকভাবে শক্ত ও খসখসে পাটকে পরিষ্কার ও নমনীয় করা হয়। এ কাজে ওই মেশিনে ব্যবহৃত হয় বিশালাকারের অসংখ্য রোলার। রোলারগুলো একটি ওপরে ও একটি নিচে জোড়া আকারে বসানো থাকে এবং দুটি রোলারের গতি বিপরীতমুখী থাকে। সকালে আরএম জুটমিলের শ্রমিক রাজু ওই মেশিনের একপাশে কাজ করছিল। এ সময় আকস্মিকভাবে সে দুটি রোলারের মাঝে আটকে যাওয়ার পর আস্তে আস্তে তার শরীরের অর্ধেকাংশ ঢুকে গিয়ে মেশিনটি বন্ধ হয়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সফটেনার মেশিনের কাজ করার সময় ওই মিলের শ্রমিক রাজুর দেহ মেশিনে আটকে ভেতরে ঢুকে যায়। এতে তার শরীরের অর্ধেকাংশ পিষ্ট হয়ে ক্ষত–বিক্ষত হয়ে যায়। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত