Ajker Patrika

কার্টুনিস্ট কিশোরসহ সাতজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কার্টুনিস্ট কিশোরসহ সাতজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ সাতজনের বিরুদ্ধে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৬ মে দিন ধার্য করেন। 

আজ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। মামলার বাদী র‍্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হন। কিন্তু আসামিপক্ষে সময়ের আবেদন করা হয়। মামলার অন্যতম দুই আসামি রাষ্ট্রচিন্তার ঢাকার সমন্বয়ক দিদারুল ভূঁইয়া ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তাঁদের পক্ষের আইনজীবীরা বলেন, মামলা বাতিলের জন্য হাইকোর্টে এরই মধ্যে আবেদন করা হয়েছে। ওই আবেদন শুনানি না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার আরজি জানান আইনজীবীরা। ট্রাইব্যুনাল পরে সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। গত ৭ এপ্রিল একই কারণে সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানো হয়। 

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরুর নির্দেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। 

এই মামলার আসামি আল জাজিরায় প্রচারিত একটি প্রতিবেদনের অন্যতম প্রধান চরিত্র সামিউল ওরফে জুলকারনাইন সায়ের খান, নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, আশিক ইমরান ও স্বপন ওয়াহিদ পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। কার্টুনিস্ট কিশোর জামিনে থেকে ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি তাঁর জামিন বাতিল করা হয় ও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। 

গত বছর ১৩ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফছার আহমেদ কিশোরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অন্যতম আসামি লেখক মুশতাক আহম্মেদ মারা যাওয়ায় অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক সাহেদ আলম, ব্লগার আসিফ মহিউদ্দিন ও ফিলিপ শুমাখার নামে এক ব্যক্তিকে (এই নামে ফেসবুক আইডি ছিল, কিন্তু ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি) মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। পরে ট্রাইব্যুনাল তাদের অব্যাহতি দেন। 

গত বছরের ৫ মে র‍্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক রমনা থানায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন। 

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘আই অ্যাম বাংলাদেশি’ নামে ফেসবুক পেজে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন করতে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে অপপ্রচার বা গুজবসহ বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত