Ajker Patrika

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল সবজি বিক্রেতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল সবজি বিক্রেতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটেছে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।

আক্কাস সিকদার শহরের মিজমিজি তালতলা ক্লাব সংলগ্ন মোতালেব মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাস সিকদার পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তিনি ভ্যানে করে বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজও পণ্য কেনার জন্য বের হলে কয়েকজন ছিনতাইকারী পথ আটকে তাঁর সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা ছুরি দিয়ে হুমায়ুন কবীরের শরীরে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে স্বজনরা দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর বলেন, ‘নিহত ব্যক্তি সবজি কেনার জন্য যাত্রাবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ একদল ছিনতাইকারী এসে তাকে ছুরিকাঘাতে করে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে যাই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত