Ajker Patrika

জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুর রহমান তাজের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুর রহমান তাজের মৃত্যু

আজকের দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান তাজ মারা গেছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে মালিবাগে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

আমিনুর রহমানের বয়স হয়েছিল ৬৮ বছর। পরিবারে স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন তিনি। 

আমিনুর রহমান তাজ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ–সভাপতি। এর আগে বিভিন্ন পত্রিকায় অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। 

তাঁর ছোট ভাই মো. মেরাজ গণমাধ্যমকে বলেন, ‘গত শনিবার সকালে বাসায় তাঁর (আমিনুর রহমান তাজ) হার্ট অ্যাটাক হয়। পরে দারুস সালাম হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে আবার বাসায় নিয়ে আসা হয়েছিল।’ 

দুপুর ৩টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে আমিনুর রহমানের জানাজা শেষে আছর নামাজ থেকে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশীদসহ কার্যনির্বাহী কমিটি এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছে। 

অন্যদের মধ্যে ডিআরইউ, ক্র্যাব, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সাবেক ও বর্তমান সভাপতি–সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আমিনুর রহমানের নামাজে জানাজায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

ইতিহাসে প্রথম আপিল বিভাগে চেম্বার আদালত বেড়ে দুটি হলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত