Ajker Patrika

চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২০: ২১
চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

দখল, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগে রাজধানীর খিলক্ষেত থেকে সাবেক ছাত্রদল নেতা মাসুদ রানাকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আজ বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার হাজি ক্যাম্পের আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

আটক হওয়া ওই সাবেক নেতা খিলক্ষেতের ৯৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

হাজি ক্যাম্পের সেনা কর্মকর্তারা আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে খিলক্ষেত এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল এবং মাদক কারবার পরিচালনা করছিলেন মাসুদ রানা। এ ছাড়া খিলক্ষেত বাজার এলাকায় বিভিন্ন দোকান দখল করে নিজস্ব ব্যক্তিদের ভাড়া দিয়েছেন তিনি। এসব অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তাঁরা বলেন, ‘আটক হওয়া ওই সাবেক নেতার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাও রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতের মধ্যেই আইনানুগ ব্যবস্থার জন্য তাঁকে খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত