Ajker Patrika

সাংবাদিক রোজিনার ৫ দিনের  রিমান্ড চেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ মে ২০২১, ১১: ১২
সাংবাদিক রোজিনার ৫ দিনের  রিমান্ড চেয়েছে পুলিশ

ঢাকা: সরকারি অফিস থেকে তথ্যচুরির অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টায় থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এদিকে সাংবাদিক রোজিনাকে নির্যাতন করার দায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন নেছা বেগম, সহকারী সচিব জাকিয়া পারভীন, পুলিশ সদস্য মিজানসহ নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে মামলা করবে তাঁর পরিবার। তাঁর স্বামী মনিরুল ইসলাম মিঠু এই তথ্য জানান। আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের তারা বলেন, আটকে রেখে গুম করার হুমকি দেয়া হয়েছে রোজিনাকে। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লেও কোন চিকিৎসা দেয়া হয়নি। শাহবাগ থানায় মামলা করবেন তারা।

সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যে, ১১টায় জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ করবে ছাত্র ইউনিয়ন। এছাড়া বিকাল ৩টায় সাংবাদিক লাঞ্ছনা ও হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির অনুসন্ধান, দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার এবং সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে বিকেল সাড়ে ৪টায় শাহবাগে সমাবেশ করবে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত