Ajker Patrika

‘করাপশন ইন মিডিয়ায়’ অপপ্রচার বন্ধের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘করাপশন ইন মিডিয়ায়’ অপপ্রচার বন্ধের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাইকোর্ট

‘করাপশন ইন মিডিয়া’ নামের ফেসবুক পেজের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং সাংবাদিক জাওয়াদ নির্ঝরসহ নয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

লন্ডন থেকে সাংবাদিক জাওয়াদ নির্ঝর ওই পেজটি পরিচালনা করেন। সেখানে প্রচার করা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিডিও অপসারণ করতে বিটিআরসিতে করা আবেদন ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আদালত। 

এই সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার নিগার সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। 

সেলিম আজাদ বলেন, ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসানের ব্যক্তিগত কর্মকর্তা আশরাফুল বারী ওই রিট করেন। যাতে ১৮টি লিংক উল্লেখ করে এগুলো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করা হয়। গত ২০ ডিসেম্বর জাওয়াদ নির্ঝরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আশরাফুল বারী বিটিআরসির কাছে আবেদন করে ছিলেন বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত