Ajker Patrika

২৫ তম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটি দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত

২৫ তম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটি দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত

২৫ তম বিসিএস ফোরামের (সকল ক্যাডার) বিদ্যমান কার্যনির্বাহী কমিটিকে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ২০১৯-২০ মেয়াদের কমিটিকে পুনরায় নির্বাচিত করা হয়। 

এতে পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (প্রশাসন ক্যাডার) মো. কামরুল আহ্সান তালুকদারকে পুনরায় সভাপতি ও রাজশাহী বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (পোস্টাল ক্যাডার) শরীফ লতীফকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। ৩৫ সদস্যবিশিষ্ট কমিটির বাকি সদস্যদেরও দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত করা হয়। 

সাধারণ সভায় ২৫ তম বিসিএস ফোরামের গঠনতন্ত্রের কয়েকটি ধারা সংশোধন এবং সংযোজনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সিনিয়র সহকারী কমিশনার কামরুন্নাহার এবং উপসচিব ইসরাত জাহানের অকাল মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। 

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 
 
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সভাপতি মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হওয়া যেমন অত্যন্ত সম্মানের তেমনি তা অধিক দায়িত্বশীলতার। আমাদের ওপর আস্থা রাখায় আমি ২৫ তম বিসিএস ফোরামের (সকল ক্যাডার) সকল সম্মানিত সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই। ব্যাচমেটদের মধ্যে আন্তযোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিধি সম্প্রসারিত করে ২৫ তম বিসিএস ফোরামকে একটি সেবাধর্মী ও কল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত