Ajker Patrika

টাঙ্গাইলে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপরে শহরের কাগমারা পন্ডিতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলো—ওই এলাকার মো. ওয়াহাব মিয়ার মেয়ে ওয়াছেনা আক্তার (৫) ও মো. জাহাঙ্গীরের ছেলে রিহান মিয়া (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

নিহতের চাচা আব্বাছ উদ্দিন বলেন, পরিবারের অজান্তে রোববার সকালে বাড়ির পেছনের পুকুরে ডুবে যায় তারা। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে প্রথমে রিহানের লাশ ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন দুজনকেই পুকুর থেকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

স্থানীয় কাউন্সিলর মো. সাইফুল ইসলাম সরকার বলেন, সকালে দুই শিশু উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত