Ajker Patrika

তিন লাখ গাছ লাগিয়ে বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুন ২০২৩, ২১: ০৯
তিন লাখ গাছ লাগিয়ে বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

‘জন্মদিন বা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কেক কেটে নয়, বরং এমন কিছু করে দেখাও, যা জাতির জন্য কল্যাণকর হয়’—প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে এই স্লোগান বাংলাদেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের। সেই স্লোগানকে সামনে রেখেই নিজ আঙিনায় অথবা নিজের নিয়ন্ত্রণ রয়েছে এমন স্থানে সাতটি করে গাছ লাগিয়ে সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করলেন বিডি ক্লিনের সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সারা দেশে বিডি ক্লিনের ৪৪ হাজারের বেশি সক্রিয় সদস্য রয়েছেন। প্রত্যেক সদস্য সাতটি করে তিন লাখেরও বেশি গাছ লাগিয়েছেন। দেশীয় প্রজাতির ফুল, ফল এবং ঔষধি এ গাছগুলো হচ্ছে—কাঁঠাল, জাম, জলপাই, লিচু, নিম, অর্জুন, বকুল ও জারুল। সদস্যরা এ গাছগুলো থেকে যেকোনো সাতটি গাছ বেছে নিয়ে রোপণ করেছেন।

বিডি ক্লিন পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্যেরা প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আজ বেলা ৩টা থেকে ৫টা ২ ঘণ্টা সময়ের ভেতরে এ গাছগুলো রোপণ করেন। গাছের আকার নির্ধারণ করে দেওয়া হয়েছিল সর্বনিম্ন আড়াই ফুট। সদস্যরা গাছ রোপণের সময় এবং পরবর্তী ৩০ মিনিটের মধ্যে নিজের লাগানো গাছের ছবি মোবাইল ফোনে ধারণ করেন। সেই ছবিগুলো একই দিনে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিজ নিজ ফেসবুক টাইমলাইন থেকে #সবাইমিলেলাগাইবৃক্ষ, #১ ঘণ্টায়ও লক্ষ শিরোনামে আপলোড করা হয়।

বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার বলেন, ‘সাধারণত কেক কেটে হইচই বা মজার মধ্য দিয়ে সবাই নিজ নিজ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন। কিন্তু আমরা তা করছি না। কারণ, আমরা বিশ্বাস করি জন্মদিন বা প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জন্য কল্যাণকর হয়—এমন কিছুই করা উচিত। তাই আমরা সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে প্রত্যেকেই সাতটি করে গাছের চারা রোপণ করেছি।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ জুন ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সংগঠনটি যত্রতত্র ময়লা ফেলার অভ্যাসের মানসিকতা পরিহার করে পরিচ্ছন্ন মানসিকতা এবং জীবাণুমুক্ত ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত