টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বিশ্ব ইজতেমায় যোবায়ের ও মাওলানা সাদপন্থীদের মতবিরোধ নিরসনের চেষ্টা চলছে। আশা করি, আগামীতে এ বিরোধের নিরসন হবে।’
আজ সোমবার গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা-সংক্রান্ত ফলোআপ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘প্রতিবারের মতো এবারও কয়েক ধাপে নিরাপত্তাব্যবস্থা থাকছে। বিশৃঙ্খলা এড়াতে দুই পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে পাঁচ হাজার সদস্য নিয়োজিত থাকবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতবারের মতো এবারও বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে যথানিয়মে দ্বিতীয় পর্বে সাদপন্থীদের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হবে।’ তবে গত বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ময়দানের আসবাব ভাঙচুরের অভিযোগ রয়েছে। এ সময় তিনি ইজতেমা আয়োজক কমিটির উভয় পক্ষের শীর্ষ মুরব্বিদের ভাঙচুর ও ময়দানের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ-আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম, সিটি মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তাবলিগ জামাতের জোবায়ের ও সাদপন্থীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে ইজতেমা ময়দানের স্থান সংকুলান না হওয়ায় মাওলানা যোবায়ের অনুসারীরা টঙ্গীর পাশাপাশি রাজধানীর উত্তরার একটি ফাঁকা জায়গায় অবস্থান করার মৌখিক অনুমতি চান। পরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নাকচ করে দেওয়া হয়।
আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি প্রথম পর্বে মাওলানা যোবায়ের এবং ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে ভারতের মাওলানা সাদপন্থীরা ইজতেমায় অংশ নেবেন। প্রতি পর্বেই শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বিশ্ব ইজতেমায় যোবায়ের ও মাওলানা সাদপন্থীদের মতবিরোধ নিরসনের চেষ্টা চলছে। আশা করি, আগামীতে এ বিরোধের নিরসন হবে।’
আজ সোমবার গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা-সংক্রান্ত ফলোআপ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘প্রতিবারের মতো এবারও কয়েক ধাপে নিরাপত্তাব্যবস্থা থাকছে। বিশৃঙ্খলা এড়াতে দুই পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে পাঁচ হাজার সদস্য নিয়োজিত থাকবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতবারের মতো এবারও বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে যথানিয়মে দ্বিতীয় পর্বে সাদপন্থীদের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হবে।’ তবে গত বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ময়দানের আসবাব ভাঙচুরের অভিযোগ রয়েছে। এ সময় তিনি ইজতেমা আয়োজক কমিটির উভয় পক্ষের শীর্ষ মুরব্বিদের ভাঙচুর ও ময়দানের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ-আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম, সিটি মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তাবলিগ জামাতের জোবায়ের ও সাদপন্থীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে ইজতেমা ময়দানের স্থান সংকুলান না হওয়ায় মাওলানা যোবায়ের অনুসারীরা টঙ্গীর পাশাপাশি রাজধানীর উত্তরার একটি ফাঁকা জায়গায় অবস্থান করার মৌখিক অনুমতি চান। পরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নাকচ করে দেওয়া হয়।
আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি প্রথম পর্বে মাওলানা যোবায়ের এবং ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে ভারতের মাওলানা সাদপন্থীরা ইজতেমায় অংশ নেবেন। প্রতি পর্বেই শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরার তালায় ভেজাল দুধ তৈরির কেমিক্যাল, তৈরিকৃত দুধসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে শিবপুর গ্রামে সিরাজুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৩ মিনিট আগেরাজশাহী মহানগরের ঘোড়ামারা এলাকায় রিকশায় যাওয়ার সময় এক দোকান ব্যবস্থাপকের চোখে মরিচগুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার রিকশাচালক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন, একটি চক্র এক মাস ধরে নজরদারি চালিয়ে তাঁকে দিয়ে ফাঁদ তৈরি করেছিল...
১ ঘণ্টা আগেবর্ষা আসছে। আশঙ্কা বাড়ছে বরিশাল মহানগরবাসীর। কেননা সংস্কারের জন্য এক ডজন সড়ক খুঁড়ে রাখা হয়েছে প্রায় এক বছর। সেসব সড়কে এমনিতেই চলা দায়, বর্ষার আগে সংস্কার না হলে দুর্ভোগ কয়েক গুণ বাড়বে বলে অভিযোগ বাসিন্দাদের। এ জন্য আন্দোলনও করছেন ভুক্তভোগীরা।
২ ঘণ্টা আগেবগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওরফে ডিও আলমকে (৫১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার নেত্রকোনার মদন উপজেলার বারোটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে