Ajker Patrika

মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা, আরোহীর ওপর দিয়ে গেল বাস

ঢামেক প্রতিবেদক
মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা, আরোহীর ওপর দিয়ে গেল বাস

রাজধানীর গুলশান শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের পাশের রাস্তায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সদরুল হক (২৮) খিলগাঁও বিদ্যুৎ অফিসের ফিল্ড অফিসারে আউটসোর্সিংয়ে কাজ করতেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদরুলের সহকর্মী মমিনুর রহমান জানান, তাঁরা দুজনই খিলগাঁও বিদ্যুৎ অফিসে আউটসোর্সিংয়ে কাজ করেন। দুপুরে অফিস থেকে মোটরসাইকেল যোগে যমুনা ফিউচার পার্কে ভারতীয় হাইকমিশনের অফিসে ভিসার জন্য যান তাঁরা। মোটরসাইকেল চালাচ্ছিলেন মমিনুর। সেখান থেকে খিলগাঁওয়ের অফিসে ফিরছিলেন। শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের পাশের রাস্তায় এলে পেছন থেকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের এক বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পেছন থেকে পড়ে যান সদরুল। বাসটি তাঁর ওপর দিয়ে চলে যায়। পরে পথচারীরা বাসটিকে থামায়।

সদরুলকে দ্রুত উত্তর বাড্ডা এএম জেড হাসপাতালে নিয়ে যান মমিনুর। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সদরুলের বড় শ্যালিকার স্বামী মামুনুর রশীদ জানান, সদরুলের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলায়। স্ত্রীকে নিয়ে সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন। খিলগাঁও বিদ্যুৎ অফিসে ফিল্ড অফিসার পদে আউট সোর্সিংয়ে কাজ করতেন।

মামুনুর রশীদ আরও জানান, দুই বছর আগে বিয়ে করেন সদরুলের। ভারতে চিকিৎসার জন্য স্বামী-স্ত্রী ভিসার আবেদন করে। আজ ভিসা আনতে গিয়েছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, গুলশানের শাহজাদপুর এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হন। পরে তাঁকে সহকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের চালক মমিনুর রহমান (৩০) সামান্য আহত হয়েছেন। তাঁকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত