Ajker Patrika

ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ, আহত ১০ 

প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ, আহত ১০ 

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা কয়েকটি বসত বাড়ি ভাঙচুর করেছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এই ঘটনায় ছয়জনকে আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল মাতুব্বরের সমর্থকেরা স্থানী ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য সালাম মোল্লার সমর্থকদের ওপর হামলা করে, পরে উভয় পক্ষই সংঘর্ষে যুক্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। হামলাকারীরা বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করে। 

এ বিষয়ে কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, রনকাইল গ্রামে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ হয়।  এর আগে একাধিকবার পুলিশ প্রশাসনের সহযোগিতায় মারামারি বাড়তে দেইনি। এলাকায় শান্তির লক্ষ্যে বিষয়টা আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত একটি মীমাংসার পর্যায়ে গিয়েছিলাম। কোতোয়ালি থানার ওসিও দুপক্ষকে নোটিশ করেছিল, কিন্তু কামরুল গংরা সেখানে যায়নি। বরং তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান, কানাইপুরের রনকাইল এলাকার বিদ্যমান দুই পক্ষকে আমরা নোটিশ করেছিলাম থানায় হাজির হতে, কিন্ত তারা থানায় না এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা সংঘর্ষের সঙ্গে যুক্ত সন্দেহে ৬ জনকে আটক করেছি। এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত