নারায়ণগঞ্জ প্রতিনিধি
আড়াই বছর পর হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা ও জমিয়তে উলামায়ের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাশেমী জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তাকে মুক্তি দেওয়া হয়।
জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিন দিন আগে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। আজকে সেই আদেশের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে তাকে মুক্তি দেওয়া হয়। আজ (শুক্রবার) রাতেই তিনি নারায়ণগঞ্জে আসছেন মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে।’
মুফতি মনির কাশেমী ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপির সঙ্গে জোটভুক্ত হয়ে মনোনয়ন পেয়েছিলেন। ধানের শিষ প্রতীক নিয়ে তিনি আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের বিপরীতে ভোট করেন। দীর্ঘ আড়াই বছর কারাগারে বন্দী থাকার পর জামিনে বেরিয়ে আসায় শহর জুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতার মামলা উল্লেখযোগ্য।
আড়াই বছর পর হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা ও জমিয়তে উলামায়ের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাশেমী জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তাকে মুক্তি দেওয়া হয়।
জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিন দিন আগে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। আজকে সেই আদেশের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে তাকে মুক্তি দেওয়া হয়। আজ (শুক্রবার) রাতেই তিনি নারায়ণগঞ্জে আসছেন মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে।’
মুফতি মনির কাশেমী ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপির সঙ্গে জোটভুক্ত হয়ে মনোনয়ন পেয়েছিলেন। ধানের শিষ প্রতীক নিয়ে তিনি আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের বিপরীতে ভোট করেন। দীর্ঘ আড়াই বছর কারাগারে বন্দী থাকার পর জামিনে বেরিয়ে আসায় শহর জুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতার মামলা উল্লেখযোগ্য।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের কুখ্যাত সর্দার মর্তুজ আলীসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেমাদারীপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। আজ সোমবার দুপুরে মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
১৭ মিনিট আগেখুলনায় সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিনটি সুপারিশ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় রূপান্তর সভাকক্ষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) শক্তিশালীকরণে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় এ সুপারিশ করা হয়।
২১ মিনিট আগেনওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন গত ২৮ ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়ায় সংঘটিত ডাক
২৯ মিনিট আগে