ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর থেকে ঢাকা রুটে চলাচল করা যাত্রীবাহী পরিবহন গোল্ডেন লাইনের একক আধিপত্য বন্ধ করে অন্য পরিবহন চলাচলের দাবি জানিয়েছেন ফরিদপুরবাসী। একই সঙ্গে ভাড়া নৈরাজ্যের বন্ধের দাবি জানানো হয়েছে। ঢাকা-ফরিদপুর রুটে পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তাঁরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে তাঁরা জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বাস সিন্ডিকেটের কাছে জিম্মি রয়েছি। একটি মাত্র পরিবহন গোল্ডেন লাইনের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। তারা তাদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করে থাকে। এই সিন্ডিকেটের কারণে ফরিদপুরে অন্য কোনো বড় যাত্রীবাহী পরিবহন ঢুকতে পারে না। আমরা অবিলম্বে ঢাকা-ফরিদপুর রুটে বাস ভাড়া ৩০০ টাকা করার দাবি জানাচ্ছি। এ ছাড়া ফরিদপুর থেকে ভালো মানের অন্য যেকোনো পরিবহন চলাচলের দাবি জানাচ্ছি।
শিক্ষার্থী আবরার নাদিম ইতু বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জানান দিয়েছি, দেশে যেসব বিদ্যমান সমস্যা রয়েছে তা সমাধান করতে হবে। ইতিমধ্যে আমরা সক্ষমতারও পরিচয় দিয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে যদি বাস সিন্ডিকেট নিপাত না হয় এবং ভাড়া কমানো না হলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।’
মানববন্ধনে অংশ নেওয়া অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না বলেন, ‘গোল্ডেন লাইন দীর্ঘদিন ধরে এককভাবে ব্যবসা করে যাচ্ছে এবং অন্য ব্যবসায়ীদের বঞ্চিত করছে। যাত্রীদের হয়রানির শিকার হচ্ছে এবং অন্য পরিবহনের চেয়ে অধিক পরিমাণ টিকিটমূল্য নেওয়া হচ্ছে। তারা এতটাই শক্তিশালী যে, আমরা এত দিন তাদের কিছু বলতে পারি নাই। আমরা এখন আশাবাদী, এই সরকার আমাদের দাবি সমর্থন করবেন এবং আমরা শিক্ষার্থীদের নিয়ে এই সিন্ডিকেট ভাঙতে সক্ষম হব।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর ডায়েবেটিস কলেজের শিক্ষার্থী আহমেদ সৌরভ, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জেবা তাহসিন, স্থানীয় বাসিন্দা আলী মকিমসহ অনেকে।
মানববন্ধন শেষে তাঁরা মিছিল বের করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে একটি স্মারকলিপি তুলে দেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবি দাওয়ার কথা শোনেন এবং স্মারকলিপিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে আশ্বস্ত করেন।
ফরিদপুর থেকে ঢাকা রুটে চলাচল করা যাত্রীবাহী পরিবহন গোল্ডেন লাইনের একক আধিপত্য বন্ধ করে অন্য পরিবহন চলাচলের দাবি জানিয়েছেন ফরিদপুরবাসী। একই সঙ্গে ভাড়া নৈরাজ্যের বন্ধের দাবি জানানো হয়েছে। ঢাকা-ফরিদপুর রুটে পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তাঁরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে তাঁরা জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বাস সিন্ডিকেটের কাছে জিম্মি রয়েছি। একটি মাত্র পরিবহন গোল্ডেন লাইনের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। তারা তাদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করে থাকে। এই সিন্ডিকেটের কারণে ফরিদপুরে অন্য কোনো বড় যাত্রীবাহী পরিবহন ঢুকতে পারে না। আমরা অবিলম্বে ঢাকা-ফরিদপুর রুটে বাস ভাড়া ৩০০ টাকা করার দাবি জানাচ্ছি। এ ছাড়া ফরিদপুর থেকে ভালো মানের অন্য যেকোনো পরিবহন চলাচলের দাবি জানাচ্ছি।
শিক্ষার্থী আবরার নাদিম ইতু বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জানান দিয়েছি, দেশে যেসব বিদ্যমান সমস্যা রয়েছে তা সমাধান করতে হবে। ইতিমধ্যে আমরা সক্ষমতারও পরিচয় দিয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে যদি বাস সিন্ডিকেট নিপাত না হয় এবং ভাড়া কমানো না হলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।’
মানববন্ধনে অংশ নেওয়া অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না বলেন, ‘গোল্ডেন লাইন দীর্ঘদিন ধরে এককভাবে ব্যবসা করে যাচ্ছে এবং অন্য ব্যবসায়ীদের বঞ্চিত করছে। যাত্রীদের হয়রানির শিকার হচ্ছে এবং অন্য পরিবহনের চেয়ে অধিক পরিমাণ টিকিটমূল্য নেওয়া হচ্ছে। তারা এতটাই শক্তিশালী যে, আমরা এত দিন তাদের কিছু বলতে পারি নাই। আমরা এখন আশাবাদী, এই সরকার আমাদের দাবি সমর্থন করবেন এবং আমরা শিক্ষার্থীদের নিয়ে এই সিন্ডিকেট ভাঙতে সক্ষম হব।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর ডায়েবেটিস কলেজের শিক্ষার্থী আহমেদ সৌরভ, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জেবা তাহসিন, স্থানীয় বাসিন্দা আলী মকিমসহ অনেকে।
মানববন্ধন শেষে তাঁরা মিছিল বের করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে একটি স্মারকলিপি তুলে দেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবি দাওয়ার কথা শোনেন এবং স্মারকলিপিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে আশ্বস্ত করেন।
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা থানা-পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।
১৩ মিনিট আগেসুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি
১৬ মিনিট আগেচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি
২০ মিনিট আগেরাজধানীর উত্তরায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার বিভিন্ন এলাকায় গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত থেকে আজ রোববার (২০ এপ্রিল) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
২৩ মিনিট আগে