Ajker Patrika

উত্তরায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০০: ০৩
উত্তরায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত
উত্তরায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার বিভিন্ন এলাকায় গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত থেকে আজ রোববার (২০ এপ্রিল) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. অহিদুল ইসলাম, দক্ষিণখান থানা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ হারুন হৃদয়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হৃদয়, দক্ষিণখানের ৫০ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের ও উত্তরখান থানার ৪৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. রায়হান হোসেন।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, তুরাগের ধলিপাড়া থেকে অহিদুল ইসলামকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলা রয়েছে। তাঁকে উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার হত্যার অভিযোগে দক্ষিণখানের ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু তাহেরকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পর তাঁকে আজ (রোববার) আদালতে পাঠানো হয়েছে।

অপর দিকে উত্তরখান থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ (রোববার) দুপুরে ৪৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি রায়হান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মোট পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত