নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়, ভাড়ার তালিকা কাউন্টারের সামনে না ঝোলানোয় ৫ পরিবহনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার গাবতলী বাস টার্মিনাল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণের এক অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এখানে এসেছি। এখানে এটা মূলত বিআরটিএর কাজ, আমরা এডিশনাল হিসেবে এসেছি, যাতে যাত্রীদের কোনো হয়রানি পোহাতে না হয়। যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনে আমরা বিভিন্ন কাউন্টারে গিয়েছি। আজ গাবতলীর সেলফি পরিবহনকে ১ হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৫০০ টাকা, সাথি এন্টারপ্রাইজকে ১ হাজার, অরিন ট্রাভেলসকে ১ হাজার টাকা ও শ্যামনগর পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করেছি।’
সেলফি পরিবহনের চেয়ারম্যান ও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘সেলফি পরিবহনে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, তা আমার অগোচরে হয়েছে। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সেখানে অভিযান চালালে বিষয়টির সত্যতা মেলে। আমি প্রতিটি গাড়ির স্টাফকে নির্দেশ দিয়েছি তাঁরা যেন সরকারনির্ধারিত ভাড়ার থেকে এক টাকাও বেশি আদায় না করেন। আশা করি এখন থেকে সব ঠিকঠাক চলবে।’
এদিকে সকাল থেকে গাবতলী বাসস্ট্যান্ডের কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে হাতে গোনা দু-একটি বাদে কোনোটিতেই সরকারনির্ধারিত ভাড়ার তালিকা ঝোলানো নেই। কাউন্টার থেকে টিকিট করতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকার মতো। উত্তরবঙ্গগামী পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অঙ্কটা আরও বেশি। ক্ষেত্রবিশেষে নির্ধারিত ভাড়ার থেকে প্রায় ৪০০ টাকা অতিরিক্ত আদায় করারও অভিযোগ করেছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।
ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়, ভাড়ার তালিকা কাউন্টারের সামনে না ঝোলানোয় ৫ পরিবহনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার গাবতলী বাস টার্মিনাল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণের এক অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এখানে এসেছি। এখানে এটা মূলত বিআরটিএর কাজ, আমরা এডিশনাল হিসেবে এসেছি, যাতে যাত্রীদের কোনো হয়রানি পোহাতে না হয়। যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনে আমরা বিভিন্ন কাউন্টারে গিয়েছি। আজ গাবতলীর সেলফি পরিবহনকে ১ হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৫০০ টাকা, সাথি এন্টারপ্রাইজকে ১ হাজার, অরিন ট্রাভেলসকে ১ হাজার টাকা ও শ্যামনগর পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করেছি।’
সেলফি পরিবহনের চেয়ারম্যান ও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘সেলফি পরিবহনে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, তা আমার অগোচরে হয়েছে। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সেখানে অভিযান চালালে বিষয়টির সত্যতা মেলে। আমি প্রতিটি গাড়ির স্টাফকে নির্দেশ দিয়েছি তাঁরা যেন সরকারনির্ধারিত ভাড়ার থেকে এক টাকাও বেশি আদায় না করেন। আশা করি এখন থেকে সব ঠিকঠাক চলবে।’
এদিকে সকাল থেকে গাবতলী বাসস্ট্যান্ডের কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে হাতে গোনা দু-একটি বাদে কোনোটিতেই সরকারনির্ধারিত ভাড়ার তালিকা ঝোলানো নেই। কাউন্টার থেকে টিকিট করতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকার মতো। উত্তরবঙ্গগামী পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অঙ্কটা আরও বেশি। ক্ষেত্রবিশেষে নির্ধারিত ভাড়ার থেকে প্রায় ৪০০ টাকা অতিরিক্ত আদায় করারও অভিযোগ করেছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজারসংলগ্ন জুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
১৫ মিনিট আগেমাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।
১৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে অটোরিকশা ছিনিয়ে নেওয়া দুর্বৃত্তদের কোপে আহত চালক আবু হানিফ (৪৫) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। হানিফ সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়ার শামসুল হক খানের ছেলে। ৫ এপ্রিল রাতে যাত্রীবেশে অটোরিকশায় ওঠা তিন ব্যক্তি হানিফকে কুপিয়ে তাঁর রিকশাটি নিয়ে...
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন নামে একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
২৮ মিনিট আগে